মাটির নিচে বিলাসী দুর্গ
দীর্ঘ ৪২ বছরের শাসনামলে লিবিয়ায় নিজের জন্য একাধিক সুরক্ষিত রাজপ্রাসাদ গড়েছেন গাদ্দাফি। লুটপাটের মাধ্যমে বানিয়েছেন অগাধ সম্পত্তি। বেনগাজিসহ লিবিয়ার বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ বিক্ষোভকারীদের দখলে চলে যাওয়ায় সংবাদমাধ্যমের কল্যাণে এখন পাওয়া যাচ্ছে তাঁর সেসব সম্পদের খোঁজ।
প্রাসাদগুলোতে আছে চমৎকার বাগান, সুইমিং পুল, নিজের ও অতিথিদের জন্য বাষ্প-স্নানাগারসহ আয়েশের নানা ব্যবস্থা।
বেনগাজির উপকণ্ঠেই আছে এক সুরক্ষিত প্রাসাদ। নিচের বাংকারে কয়েক মাস নিরাপদে থাকা সম্ভব। আধুনিক অস্ত্র নিয়ে হামলা করলেও যাতে ক্ষতি না হয় সেভাবেই গড়ে তোলা হয়েছে প্রাসাদটি। গণ-আন্দোলনের মুখে একদিন মসনদ কেঁপে উঠতে পারে_এমন আশঙ্কা থেকেই হয়তো এগুলো তৈরি করেছেন তিনি। এতে আছে বাতাস চলাচলের আধুনিক ব্যবস্থা, জরুরি জেনারেটর, অগি্নসতর্কীকরণ অ্যালার্ম, পানির পাম্প এবং পালানোর জন্য আলাদা মই। সূত্র : আল জাজিরা।
বেনগাজির উপকণ্ঠেই আছে এক সুরক্ষিত প্রাসাদ। নিচের বাংকারে কয়েক মাস নিরাপদে থাকা সম্ভব। আধুনিক অস্ত্র নিয়ে হামলা করলেও যাতে ক্ষতি না হয় সেভাবেই গড়ে তোলা হয়েছে প্রাসাদটি। গণ-আন্দোলনের মুখে একদিন মসনদ কেঁপে উঠতে পারে_এমন আশঙ্কা থেকেই হয়তো এগুলো তৈরি করেছেন তিনি। এতে আছে বাতাস চলাচলের আধুনিক ব্যবস্থা, জরুরি জেনারেটর, অগি্নসতর্কীকরণ অ্যালার্ম, পানির পাম্প এবং পালানোর জন্য আলাদা মই। সূত্র : আল জাজিরা।
No comments