আহরণ

করারোপ ও জনকল্যাণ আয়ারল্যান্ডে গত তিন বছর ধরে অর্থনৈতিক দুরাবস্থা বজায় রয়েছে। কিন্তু এরপরও আয়ারল্যান্ড সরকার ঘাটতি পূরণের জন্য নতুন করে করারোপ করেছে।
সরকার বাড়িঘর, অফিস, যানবাহন ও খামারে ব্যবহৃত জ্বালানি তেলের ওপর করারোপ করেছে। এর ফলে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। জনগণ জ্বালানি ব্যবহারে আগে চেয়ে সংযমী হয়েছে। ফলে দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণ জোরদার হয়েছে।
আইএইচটি, ২৮ ডিসেম্বর ২০১২ ভিন্ন মতাবলম্বী আটকÑ ভিয়েতনামের পুলিশ একজন বিশিষ্ট ভিন্ন মতাবলম্বী আইনজীবীকে গ্রেফতার করেছে। এই আইনজীবী সর্বদা ভিয়েতনামের একদলীয় সরকার ব্যব¯'ার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। উল্লেখ্য, ভিন্ন মতাবলম্বী আইনজীবী লে কুক যখন সন্তানদের স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলেন, তখন তাঁকে গ্রেফতার করা হয়।
আইএইচটি, ২৮ ডিসেম্বর ২০১২

No comments

Powered by Blogger.