স্মরণীয়
১২ জানুয়ারি ১৮৬৩ খ্রিস্টাব্দের এইদিনে স্বামী বিবেকানন্দ (নরেন্দ্র দত্ত) জন্মগ্রহণ করেন।
১৮৮৬ খ্রিস্টাব্দের এইদিনে নেলী সেনগুপ্তা (নেলী গ্রে) জন্মগ্রহণ করেন।১৯২১ খ্রিস্টাব্দের এইদিনে কবি-সাংবাদিক আবদুল গনি হাজারী জন্মগ্রহণ করেন।
১৯৩৪ খ্রিস্টাব্দের এইদিনে চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়।
১৯৯৫ খ্রিস্টাব্দের এইদিনে ভারত-আমেরিকা প্রতিরা চুক্তি সম্পাদিত হয়।
সব সময় ভাল কথা ভাবুন, ভাল কথা চিনত্মা করম্নন। এতে আপনার মন যেমন উৎফুলস্ন থাকবে তেমনি সুন্দর হবে।
ঔদক য়সাধন
No comments