এই তো ভালোবাসার চিত্রনাট্যকার সিদ্দিক
অভিনয়ের পাশাপাশি ২৩ টি নাটকের গল্পও লিখেছেন অভিনেতা সিদ্দিক। নাটকের পর এবারে চলচ্চিত্রের গল্পও লিখলেন তিনি। নাম- এই তো ভালোবাসা। এরই মধ্যে ছবিটি শুটিং শেষে সেন্সর ছাড়পত্রও পেয়ে গেছে।
এ প্রসঙ্গে সিদ্দিক জানান, ‘দুই বছর আগে আমরা ছবিটির শুটিং শুরু করি। বলতে পারেন, সবাইকে চমক দেওয়ার জন্যই এতদিন তা প্রকাশ করিনি।’ছবির গল্প প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘ এই তো ভালোবাসা হাসির ছবি। আমার বিশ্বাস ছবিটি সবাইকে ভিন্নমাত্রার আনন্দ দেবে। ’
সিদ্দিক জানান, ‘অভিনয়ের পাশাপাশি আমি এখন পর্যন্ত ২৩ টি নাটকের গল্প লিখেছি। আমার লেখা নাটকগুলোর জন্য অনেকের কাছ প্রশংসাও পেয়েছি। এরপর লেখার প্রতি আমার আত্মবিশ্বাস বাড়ে। সে আত্মবিশ্বাস থেকে অনুপ্রাণিত হয়েই চলচ্চিত্রের গল্প লিখেছি।’
এই তো ভালোবাসা ছবিটির গল্প লেখার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। ছবিতে সিদ্দিক ছাড়াও অভিনয় করেছেন ইমন, নিরব ও নিপুণ।
সিদ্দিকের লেখা নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাইয়্যা ছাইয়্যা, কবি বলেছেন, গ্রিন কার্ড, হাম্বা, নীরবে, পিস্টন, ড্যান্স ডিরেক্টার, অটো সার্ভিস।
No comments