বদরুন্নেছায় ছাত্রলীগের দু'গ্রুপের হাতাহাতি চুলোচুলি- ৪ নেতাকর্মী আহত
সিট দখলকে কেন্দ্র করে বদরুন্নেছা মহিলা কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে চুলোচুলি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বদরুন্নেছা কলেজের পুরাতন হলের ৪০১ নম্বর কৰে গার্হস্থ্য অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মনিরা আক্তারকে বের করে দেয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেহানা বেগম আশা (২২)। এ সংবাদ শুনে কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাজিয়া সুলতানা শায়লা, আইরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ইশফাত আরা অনত্ম, যুগ্ম সাধারণ সম্পাদক জিনিয়া সুলতানা ছাত্রী মনিরা আক্তারকে সঙ্গে নিয়ে ৪০১ নম্বর কৰে যায়। এ সময় ওই কৰে অবস্থানরত কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশা বাধা দেয়। একপর্যায়ে আশা ও তার ছোট বোন বহিরাগত শিখাসহ কয়েকজন মিলে মনিরাকে চুলের মুঠি ধরে মারধর শুরম্ন করে। এ সময় ছাত্রলীগ সহসভাপতি, শায়লা, আইরিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এগিয়ে এলে তাদের সঙ্গেও হাতাহাতি লেগে যায়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা আশা ও তার ছোট বোন শিলা ও কয়েক বহিরাগত কৰে রাখা লাঠি দিয়ে ৪ ছাত্রলীগ নেতা ও মনিরাকে মারধর করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে কলেজ ছাত্রলীগের সভাপতি নাসরিন সুলতানা ঝরম্নসহ ২৫/৩০ জন ওই কৰে এসে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশা তার ছোট বোন বহিরাগত অাঁখিকে কৰ থেকে বের করে দেয়। খবর পেয়ে কলেজ অধ্যৰসহ প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকি ছাত্রলীগ নেতা অনত্ম, আইরিন আক্তার, মনিরা আক্তারকে স্থানীয় কিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপৰ জনকণ্ঠকে জানান, পুরাতন হলের ৪০১ নম্বর কৰের ৩ সিট দীর্ঘদিন খালি ছিল। বুধবার রাতে মনিরা আক্তার নামে এক ছাত্রীকে ওই কৰের সিট দেয়া হয়। এতে ওই কৰের এমএ বাংলা শেষ বর্ষের ছাত্রী রেহেনা বেগম আশা ও তার ছোট বোন বহিরাগত শিখা বৃহস্পতিবার সকালে ছাত্রী মনিরাকে ওই কৰ থেকে বের করে দেয়। এ নিয়ে দু'গ্রম্নপের মধ্যে সামান্য চুলোচুলি ও হাতাহাতির ঘটনা ঘটে। একই কথা বলেন কলেজ ছাত্রলীগের সভাপতি নাসরিন সুলতানা ঝরা। সে জানায়, আশা তার ছোট বোন বিবাহিত শিখা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীৰা দিচ্ছে। ৩টি সিট খালি থাকাতে তাকে অনুরোধ করে সাধারণ ছাত্রী মনিরা আক্তারকে একটি খালি সিট দেয়া হয়। এতে আশা ও তার ছোট বোন শিখা ৰেপে গিয়ে মনিরাকে মারধর করে বের করে দেয়। এই চলাফেরায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দু'বোন সুস্থ অবস্থায় হলে সিঁড়ি বেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে অসুস্থতার ভান করে চিকিৎসা নিয়েছে। এ ব্যাপারে আহত কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশা জনকণ্ঠকে জানান, পোশাক পরাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ সভাপতি ঝরা ও তার দলবল তাকে ও ছোট বোন শিখাকে মারধর করেছে।
No comments