এশিয়ার 'নোবেল' চালু
এশিয়ার 'নোবেল' পুরস্কার চালুর ঘোষণা দিলেন তাইওয়ানের ধনকুবের স্যামুয়েল ইন (৬২)। 'তাং প্রাইজ' নামের ওই পুরস্কার চালুর ঘোষণা দিয়ে সোমবার স্যামুয়েল বলেন, 'এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করবে এটি।
সুইডেন থেকে দেওয়া 'নোবেল প্রাইজ' থেকেও এটা অনেক বেশি আকর্ষণীয় হবে।'
তাইওয়ানের ব্যাপক লাভজনক ব্যবসায়ী প্রতিষ্ঠান 'রনটেক্স'-এর প্রধান স্যামুয়েল তাঁর সম্পত্তির ৯৫ শতাংশ এ পুরস্কারের জন্য প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, 'তাং প্রাইজের তহবিলে ১০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেওয়ার মাধ্যমে নিজের সর্বোচ্চ স্বপ্ন পূরণ করতে চাই আমি।'
স্যামুয়েল বলেন, 'মানবতা ও বিশ্বের স্বার্থে এ পুরস্কার অসাধারণ ব্যক্তিদের গবেষণাকে আরো অনেক বেশি উৎসাহিত করবে বলে আশা করছি। এ পুরস্কার চীনা সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।'
চীনের তাং রাজবংশের নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে 'তাং প্রাইজ'। স্যামুয়েলের বক্তব্যের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ২০১৪ সাল থেকে প্রতি দুই বছর অন্তর চারটি পৃথক ক্ষেত্রে এ পুরস্কার দেওয়া হবে।
তাং প্রাইজ সূত্রে জানা যায়, টেকসই উন্নয়ন, চিকিৎসাবিজ্ঞান, চীনবিষয়ক জ্ঞান ও আইনের শাসন_এই চার ক্ষেত্রে এ পুরস্কার দেওয়া হবে।
সুইডিশ কর্তৃপক্ষ নোবেল পুরস্কার বিজয়ী প্রত্যেককে ১২ লাখ মার্কিন ডলার দিলেও 'তাং প্রাইজ' বিজয়ীরা পাবেন ১৭ লাখ মার্কিন ডলার করে। সূত্র : বিবিসি।
তাইওয়ানের ব্যাপক লাভজনক ব্যবসায়ী প্রতিষ্ঠান 'রনটেক্স'-এর প্রধান স্যামুয়েল তাঁর সম্পত্তির ৯৫ শতাংশ এ পুরস্কারের জন্য প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, 'তাং প্রাইজের তহবিলে ১০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেওয়ার মাধ্যমে নিজের সর্বোচ্চ স্বপ্ন পূরণ করতে চাই আমি।'
স্যামুয়েল বলেন, 'মানবতা ও বিশ্বের স্বার্থে এ পুরস্কার অসাধারণ ব্যক্তিদের গবেষণাকে আরো অনেক বেশি উৎসাহিত করবে বলে আশা করছি। এ পুরস্কার চীনা সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।'
চীনের তাং রাজবংশের নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে 'তাং প্রাইজ'। স্যামুয়েলের বক্তব্যের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ২০১৪ সাল থেকে প্রতি দুই বছর অন্তর চারটি পৃথক ক্ষেত্রে এ পুরস্কার দেওয়া হবে।
তাং প্রাইজ সূত্রে জানা যায়, টেকসই উন্নয়ন, চিকিৎসাবিজ্ঞান, চীনবিষয়ক জ্ঞান ও আইনের শাসন_এই চার ক্ষেত্রে এ পুরস্কার দেওয়া হবে।
সুইডিশ কর্তৃপক্ষ নোবেল পুরস্কার বিজয়ী প্রত্যেককে ১২ লাখ মার্কিন ডলার দিলেও 'তাং প্রাইজ' বিজয়ীরা পাবেন ১৭ লাখ মার্কিন ডলার করে। সূত্র : বিবিসি।
No comments