মালিতে নজর রাখতে নাইজারে ঘাঁটি গাড়ছে যুক্তরাষ্ট্র!
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে চালকবিহীন নজরদারি বিমানের (ড্রোন) ঘাঁটি করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে এ অঞ্চলের জঙ্গিদের ওপর নজরদারি বাড়াতে চায় মার্কিন সেনাবাহিনী। নাইজারের পশ্চিম সীমান্তলাগোয়া দেশ মালিতে চলছে জঙ্গিবিরোধী সেনা অভিযান।
এতে যোগ দেওয়া ফরাসি বাহিনীকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্যের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সময় তাদের ড্রোনের ঘাঁটি স্থাপনের পরিকল্পনার বিষয়টি প্রকাশ পেল।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা গতকাল মঙ্গলবার জানায়, যুক্তরাষ্ট্র ও নাইজারের মধ্যে গত সোমবার একটি চুক্তি সই হয়েছে। সে অনুযায়ী নাইজারে মার্কিন বাহিনী দায়মুক্তি ভোগ করবে। নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ঘাঁটি স্থাপন বা সেনা মোতায়েনের ক্ষেত্রেই এ ধরনের চুক্তি হয়। পত্রিকাটি জানায়, পরিকল্পনাটি চূড়ান্ত অনুমোদন পেলে ৩০০ জন পর্যন্ত মার্কিন সেনা ও ঠিকাদার নাইজারে যাবে। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড বুরকিনা ফাসোয় বিকল্প ঘাঁটির কথাও চিন্তা করছে বলে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে।
এদিকে মালিতে প্রায় ২৪০ সেনা পাঠানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে ব্রিটেন। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম গতকাল জানায়, এ ব্যাপারে আগামী কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোয়াসভুক্ত ১৫ দেশ ও ফ্রান্সের সেনারা মালির জঙ্গিবিরোধী অভিযানে রণাঙ্গনে নেমেছে। গতকাল মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর তিমবুকতুর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। গত বছরের এপ্রিল থেকে জঙ্গিদের দখলে ছিল শহরটি। সূত্র : এএফপি, বিবিসি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা গতকাল মঙ্গলবার জানায়, যুক্তরাষ্ট্র ও নাইজারের মধ্যে গত সোমবার একটি চুক্তি সই হয়েছে। সে অনুযায়ী নাইজারে মার্কিন বাহিনী দায়মুক্তি ভোগ করবে। নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ঘাঁটি স্থাপন বা সেনা মোতায়েনের ক্ষেত্রেই এ ধরনের চুক্তি হয়। পত্রিকাটি জানায়, পরিকল্পনাটি চূড়ান্ত অনুমোদন পেলে ৩০০ জন পর্যন্ত মার্কিন সেনা ও ঠিকাদার নাইজারে যাবে। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড বুরকিনা ফাসোয় বিকল্প ঘাঁটির কথাও চিন্তা করছে বলে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে।
এদিকে মালিতে প্রায় ২৪০ সেনা পাঠানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে ব্রিটেন। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম গতকাল জানায়, এ ব্যাপারে আগামী কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোয়াসভুক্ত ১৫ দেশ ও ফ্রান্সের সেনারা মালির জঙ্গিবিরোধী অভিযানে রণাঙ্গনে নেমেছে। গতকাল মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর তিমবুকতুর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। গত বছরের এপ্রিল থেকে জঙ্গিদের দখলে ছিল শহরটি। সূত্র : এএফপি, বিবিসি।
No comments