চট্টগ্রামে হিযবুত তাহরীর কর্মী নাজমুল ৪ দিনের রিমান্ডে
চট্টগ্রামে উস্কানিমূলক পোস্টার লাগানোকালে গ্রেফতারকৃত হিযবুত তাহরির সদস্য নাজমুল হুদা বাবুকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করলে বিকেলেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হিযবুত কর্মী বাবুকে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আজিজুল হকের আদালতে হাজির করিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আবেদনে বলা হয় উস্কানিমূলক পোস্টারিংয়ের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে পোস্টারিং করা হচ্ছিল নগরীর মেহেদীবাগ এলাকায়। গত ২২ ফেব্রুয়ারি পোস্টার লাগানোর সময় তাকে হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হিযবুত তাহরির রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছে। আবেদনের প্রেৰিতে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে।
No comments