কাজাখস্তানে বিমান বিধ্বস্ত নিহত ২২
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২২ জন মারা গেছে। গতকাল মঙ্গলবার কাজাখস্তানের উত্তরে কোকসেতাউ থেকে দক্ষিণ-পূর্বের আলমাতিতে যাওয়ার সময় কিজিল তু গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। আলমাতির উপমেয়র মাউলেন মুকাশেভ এ কথা জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে মুকাশেভ জানান, বিমানটি বেসরকারি কাজাখ এয়ারলাইন এসসিএটি-এর। এই এয়ারলাইন দেশের অভ্যন্তরীণ ফ্লাইটসহ কিছু আন্তর্জাতিক ফ্লাইটও পরিচালনা করে।
আলমাতির জরুরি সেবা বিভাগের উপপ্রধান ইউরি ইলিন বলেন, কোনো আগুন ধরেনি, বিস্ফোরণ ঘটেনি। বিমানটি সজোরে মাটিতে আছড়ে পড়ে। এতে ২২ আরোহীর সবাই নিহত হয়েছে।
খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। গত ২৫ ডিসেম্বর কাজাখস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৭ আরোহী নিহত হয়েছিল। সূত্র : এএফপি।
আলমাতির জরুরি সেবা বিভাগের উপপ্রধান ইউরি ইলিন বলেন, কোনো আগুন ধরেনি, বিস্ফোরণ ঘটেনি। বিমানটি সজোরে মাটিতে আছড়ে পড়ে। এতে ২২ আরোহীর সবাই নিহত হয়েছে।
খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। গত ২৫ ডিসেম্বর কাজাখস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৭ আরোহী নিহত হয়েছিল। সূত্র : এএফপি।
No comments