চিত্র বিচিত্রঃ দুই প্রতিবেশীর এক দশকের বিবাদ
যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের
লাভল্যান্ডের দুই প্রতিবেশীর মধ্যে প্রায় এক দশক ধরে বৈরী সম্পর্ক চলছে।
তাদের একজন প্রায় এক শ’ বছরের পুরনো একটি গাছ ‘হত্যা’ অভিযোগে অন্যজনের
বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিয়েছেন।
ক্রিস বুচার ২০০৩
সালে লাভল্যান্ডে একটি বাড়ি কেনেন। তিনি অভিযোগ করেন যে, তার প্রতিবেশী
জুডিস ওয়েস্ট তার জমি থেকে একশ বছর বয়েসী একটি গাছ কেটে নিয়ে গেছেন।
বুচারের বাড়ির পশ্চিম দেয়াল ঘেঁষে ওয়েস্টের বাড়ি। আগামী মার্চ মাসে এ
মামলার শুনানি হবে। কয়েক বছর আগে বাড়িটি ভাড়া দিয়ে অন্যত্র চলে যান
বুচার। তিনি বলেন, এ মহিলা বড্ড হিংসুটে বললে হয়তো যথেষ্ট হবে না।
বয়ফ্রেন্ড নিয়ে বাস করেন ওয়েস্ট। তিনি অভিযোগ করেন যে, বুচার একটি পাত্র থেকে তার দিকে পানি ছুড়ে দিয়েছিলেন। সে সময় তিনি তার থেকে প্রায় ৫০ ফুট দূরে ছিলেন। এ ছাড়া বুচার তার বাড়ির আঙিনায় প্রস্রাব করেন ও উঠানে মোটর অয়েল ঢেলে দেন এবং তাকে বিকৃত নামে ডাকেন। অন্য দিকে বুচার দাবি করেন যে, পাগলাটে স্বভাবের ওয়েস্ট তার বেড়ার ওপর শুকনা পাতা ও আবর্জনা নিক্ষেপ করে থাকেন।
বয়ফ্রেন্ড নিয়ে বাস করেন ওয়েস্ট। তিনি অভিযোগ করেন যে, বুচার একটি পাত্র থেকে তার দিকে পানি ছুড়ে দিয়েছিলেন। সে সময় তিনি তার থেকে প্রায় ৫০ ফুট দূরে ছিলেন। এ ছাড়া বুচার তার বাড়ির আঙিনায় প্রস্রাব করেন ও উঠানে মোটর অয়েল ঢেলে দেন এবং তাকে বিকৃত নামে ডাকেন। অন্য দিকে বুচার দাবি করেন যে, পাগলাটে স্বভাবের ওয়েস্ট তার বেড়ার ওপর শুকনা পাতা ও আবর্জনা নিক্ষেপ করে থাকেন।
No comments