বন্দি বিনিময়ের চুক্তি ইতিবাচক’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আমাদেরও লাভ হতে পারে।
ভিসা সহজীকরণ সংক্রান্ত চুক্তির বিষয়ে তিনি বলেন, মেডিকেল গ্রাউন্ডে সহজ ভিসা দেয়ার কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নাগরিকদের সম্মানজনক ভিসা এবং ছাত্রদের জন্য এক বছরের শিক্ষা গ্রহণের জন্য ভিসার যে সুযোগ দেয়ার কথা বলা হয়েছে তা আমাদের জন্য লাভজনক। এতে আমাদের ভাল অগ্রগতি হতে পারে। অন্যান্য দেশে তো আরও অগ্রগতি হয়েছে।
আন্তর্জাতিক বিষয়াদির এ বিশ্লেষক বলেন, যেসব চুক্তি বাংলাদেশের জন্য অলাভজনক ছিল সেগুলো করার ক্ষেত্রে বাংলাদেশের নীতি নির্ধারকদের দূর্বলতা ছিল। তিস্তা চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারে আমাদের দেশেরও কোন সমস্যা ছিল না, দিল্লীরও কোন সমস্যা ছিল না। কিন্তু দিল্লীর সঙ্গে পশ্চিম বঙ্গের বৈরী সম্পর্কের কারণেই বিষয়টি আটকে গিয়েছে। আমি মনে করি, নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের এ সমস্যা সমাধান হবে না। কিন্তু আমাদের নীতি নির্ধারকদের দুর্বলতা এটা যে, তারা ভারতের রাজনীতি না বুঝেই জনগণকে স্বপ্ন দেখিয়েছেন।
No comments