‘কাহানি-২’ এর গল্পের অপেক্ষায় বিদ্যা!
সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়ার পর
‘কাহানি’ সিনেমার পরিচালক সুজয় ঘোষ এর দ্বিতীয় সিক্যুয়েল বের করার
সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্যা বালান ‘কাহানি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়
করেছিলেন।
তিনি এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন। এবার ‘কাহানি-২’ এর গল্প জানার জন্য আগ্রহী হয়ে আছেন বিদ্যা।
এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা। আর সুজয় ঘোষ পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।
৩৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমি কাহানি-২’ এর কাহিনী জানার জন্য খুবই আগ্রহী। সুজয় ইতিমধ্যেই সেটা লিখে ফেলেছে। দেখা যাক কি হয়। আমি অপেক্ষায় আছি।’
‘কাহানি’ সিনেমা সম্পর্কে বিদ্যা বলেন, ‘যখন কাহানি সিনেমার স্ক্রিপ্ট লেখা হয় তখন শুধুমাত্র আমি আর সুজয় ছিলাম। পরে অন্যরা যোগ দেয়। আমরা একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছি এবং সফল হয়েছি। দর্শক এটি পছন্দ করেছে। আর আমরা কাহানির জন্য ভালো কিছু অ্যাওয়ার্ডও ঘরে এনেছি।’
সব কিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে ‘কাহানি-২’ ছবির শুটিং এর কাজ।
৩৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমি কাহানি-২’ এর কাহিনী জানার জন্য খুবই আগ্রহী। সুজয় ইতিমধ্যেই সেটা লিখে ফেলেছে। দেখা যাক কি হয়। আমি অপেক্ষায় আছি।’
‘কাহানি’ সিনেমা সম্পর্কে বিদ্যা বলেন, ‘যখন কাহানি সিনেমার স্ক্রিপ্ট লেখা হয় তখন শুধুমাত্র আমি আর সুজয় ছিলাম। পরে অন্যরা যোগ দেয়। আমরা একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছি এবং সফল হয়েছি। দর্শক এটি পছন্দ করেছে। আর আমরা কাহানির জন্য ভালো কিছু অ্যাওয়ার্ডও ঘরে এনেছি।’
সব কিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে ‘কাহানি-২’ ছবির শুটিং এর কাজ।
No comments