ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন রণবীর ও বিদ্যা
বলিউডের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি
‘আইডিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রণবীর কাপুর ও বিদ্যা বালান। রোববার
সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে
অনুষ্ঠিত ৫৮তম ফিল্মফেয়ার পুরস্কারে ২০১২ সালের সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পান তারা।
গত
বছর মুক্তি পাওয়া ‘বারফি’ ছবিতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী চরিত্রে অনবদ্য
অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন রণবীর। বিদ্যা বালান সেরা
অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘কাহানি’ ছবিতে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে
সাবলীল অভিনয়ের জন্য।
রণবীর এবং বিদ্যার হাতে পুরস্কার তুলে দেন বলিউডের অভিনেত্রী রেখা।
এ ছাড়া ‘গ্যাঙ্গস অব ওয়াসিপুর’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রিচা চাদ্দা। ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পেয়েছেন ইরফান খান। ‘পান সিং তোমার’ ছবিতে সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
২০১২ সালের সেরা ছবির পুরস্কার জিতেছে বাঙালি পারিচালক অনুরাগ বসুর ‘বারফি’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুজয় ঘোষ ‘কাহানি’ ছবির জন্য।
এবার ‘লাইভ টাইম অ্যাচিভমেন্ট’ দেওয়া হয়েছে বলিউডের প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব ইয়াশ চোপড়াকে।
এছাড়া সেরা পার্শ্ব অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, সুরকার সহ বেশ কিছু ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে আরো সমৃদ্ধ করেছিলেন শাহরুখ খান এবং কারণ জোহর।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে
রণবীর এবং বিদ্যার হাতে পুরস্কার তুলে দেন বলিউডের অভিনেত্রী রেখা।
এ ছাড়া ‘গ্যাঙ্গস অব ওয়াসিপুর’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রিচা চাদ্দা। ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পেয়েছেন ইরফান খান। ‘পান সিং তোমার’ ছবিতে সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
২০১২ সালের সেরা ছবির পুরস্কার জিতেছে বাঙালি পারিচালক অনুরাগ বসুর ‘বারফি’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুজয় ঘোষ ‘কাহানি’ ছবির জন্য।
এবার ‘লাইভ টাইম অ্যাচিভমেন্ট’ দেওয়া হয়েছে বলিউডের প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব ইয়াশ চোপড়াকে।
এছাড়া সেরা পার্শ্ব অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, সুরকার সহ বেশ কিছু ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে আরো সমৃদ্ধ করেছিলেন শাহরুখ খান এবং কারণ জোহর।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে
No comments