মার্ডার-৩’ ছবিতে রগরগে সারা লরেন
ভাটদের ‘মার্ডার’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে বিছানার দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে তুমুল আলোচিত হয়েছিলেন মল্লিকা সেরওয়াত।
এরপর
২০১১ সালে এই ছবির সিক্যুয়াল অর্থাৎ ‘মার্ডার-২’ ছবিতে হাশমির বিপরীতে
রগরগে দৃশ্যে কাজ করে আলোচিত হয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে এবার এই
ছবির পরবর্তী সিক্যুয়াল অর্থাৎ ‘মার্ডার-৩’ ছবিটি আসছে একদমই নতুন রুপে।
কাস্টিং সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে এখানে। ইমরান হাশমির বদলে এই
সিক্যুয়ালে অভিনয় করেছেন ‘জিসম-২’ এর আলোচিত অভিনেতা রণদিপ হুদা। আর তার
সঙ্গে রয়েছেন দু’জন অভিনেত্রী। তবে এই ছবিতে রণদিপের সঙ্গে তুমুল রগরগে
বিছানার দৃশ্যে কাজ এরই মধ্যে আলোচনায় এসেছেন পাকিস্তানি অভিনেত্রী সারা
লরেন। এই ছবিতে ব্যাপক খোলামেলা হয়েও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। রণদিপ ও
সারা লরেনের এই রগরগে দৃশ্যের একটি প্রমো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার
শুরু হয়েছে। এই ছবিতে তার রগরগে দৃশ্যগুলোর তুলনা করা হচ্ছে ‘মার্ডার’ এর
মল্লিকা সেরওয়াতের সঙ্গে। এদিকে বলিউডে ‘মার্ডার-৩’ হচ্ছে সারার তিন নম্বর
ছবি। এর আগে ‘কাজরারে’ ছবিতে হিমেশ রেশামিয়ার বিপরীতে সর্ব প্রথম অভিনয়
করেন তিনি। এরপর ‘হাম পাঁচ’ ছবিতে কাজ করেন। উল্লেখ্য, ১৯৮৫ সালের ১১ই
ডিসেম্বর কুয়েতে জন্মগ্রহণ করেন সারা লরেন। তখন তার নাম ছিল মোনা লিজ্জা।
তবে বাবা মারা যাওয়ার পর পরিবারসহ তিনি পাকিস্তানে চলে আসেন। বড় হয়ে
পাকিস্তানি বেশ কিছু মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করেন তিনি। অন্যদিকে আর্ট ও
আবৃত্তিতেও সুনাম কুড়ান। তবে তার স্বপ্ন ছিল বলিউডে কাজ করা। অবশেষে
‘কাজরারে’ ছবির মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়। এ সময় তার নাম পরিবর্তন করে
রাখা হয় সারা লরেন। তবে বলিউডের যে দুটি ছবিতে তিনি অভিনয় করেছেন তার চেয়ে
‘মার্ডার-৩’ এর প্রমোর মাধ্যমে অনেক বেশি আলোচনায় এসেছেন তিনি। এখন দেখার
বিষয় হচ্ছে ছবিটি মুক্তি পেলে আসলেই ‘মার্ডার’ এর মল্লিকাকে ছাড়িয়ে যেতে
পারেন কিনা সারা লরেন।
No comments