ইয়ানার দুই রূপ
অনেকদিন যাবৎ বলিউড থেকে দূরে থাকলেও গেল
থার্টিফার্স্ট নাইটে মুম্বইয়ের তিন তিনটি হোটেলে আকাশছোঁয়া পারিশ্রমিকে
নেচেছেন জনপ্রিয় আইটেম গার্ল ইয়ান গুপ্তা।
তবে এই
পারফরমেন্সের পর পরই ইয়ানা চলে যান নিউ ইয়র্ক। সেখানেই জানুয়ারির প্রথম
দুটি সপ্তাহ অবস্থান করে আবারও ভারতে ফিরেছেন তিনি। তবে নিউ ইয়র্কে ছুটি
কাটাতে কিংবা ভ্রমণে বের হননি ইয়ানা। সেখানে গিয়েছিলেন একটি বলিউড ছবির
শুটিং করতে। বিষয়টি অবশ্য আগে প্রকাশ করেননি তিনি। দেশে এসে জানিয়েছেন
সবাইকে। দীর্ঘদিন পর তিনি বলিউডের একটি ছবিতে অভিনয় করতে গিয়ে ক্যামেরার
সামনে দাঁড়িয়েছেন। এটি একটি ভৌতিক ছবি। ছবিটি পরিচালনা করছেন শুধাংশু দেব।
এই ছবির প্রধান ভূমিকায় অভিনয় করছেন ইয়ানা। এই ছবিতে ইয়ানাকে দুটি রূপে
দেখা যাবে। ছবির কাহিনীতে দেখা যাবে ইয়ানা একজন কলেজ পড়ুয়া তরুণী।
সাধারণভাবেই জীবনযাপন করতে থাকেন তিনি। কিন্তু পরবর্তীতে এক নতুন বন্ধুর
সংস্পর্শে এসে বদলে যায় তার জীবন। হঠাৎ করেই প্রতি রাতে ইয়ানা হয়ে উঠেন
রক্তপিপাসু। তার এই হঠাৎ পরিবর্তনের কারণে ভারত থেকে তাকে নিউ ইয়র্ক নিয়ে
যাওয়া হয়। চেষ্টা করা হয় তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার। এভাবেই এগিয়ে যায়
ছবির কাহিনী। এই ছবির মাধ্যমে এই প্রথম ইয়ানা কোন ছবির প্রধান চরিত্রে
অভিনয় করছেন। পাশাপাশি ব্যাপক খোলামেলা ও রগরগে কিছু দৃশ্যে দেখা যাবে
তাকে। দেশে ফিরে নিজের এই ছবির কথা মিডিয়াকে জানান ইয়ানা। এ বিষয়ে তিনি
বলেন, আসলে আগেই সবাইকে বিষয়টি জানাতে পারতাম। কিন্তু এক লটের শুটিং শেষ
করে এসেই জানানোর পরিকল্পনা ছিল আমার ও ছবিটির পরিচালকের। কিছুদিনের মধ্যেই
এই ছবির কয়েকটি ফুটেজ নিয়ে একটি প্রমো প্রকাশ করা হবে। ছবিটির কাজ এখন
শেষের পথে। আশা করছি ছবিটি মুক্তি পেলে সবারই ভাল লাগবে।
No comments