সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও লবণবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার গভীর রাতে তাড়াশ উপজেলার কালুপাড়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ওয়েস্টার্ন ট্র্যাভেলস নামের একটি পরিবহনের যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর ট্রাকটি ভৈরব থেকে লবণ নিয়ে রাজশাহী যাচ্ছিল। গতকাল রাত আড়াইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কালুপাড়া এলাকায় এই দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী।
ফরিদ আহমেদ আরও জানান, আহত ১০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তাঁরা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন। লাশগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।
ফরিদ আহমেদ আরও জানান, আহত ১০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তাঁরা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন। লাশগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।
No comments