২৪ ঘণ্টা সম্প্রচারের দ্বিতীয় বর্ষে বেতার বাংলা ইউকে
বাংলাদেশের বাইরে একমাত্র রেডিও স্টেশন হিসেবে ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল বেতার বাংলা ইউকে।
আজ ২০ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছে বেতার বাংলা পরিবার। এ উপলে রয়্যাল রিজেন্সি হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি প্রসঙ্গে বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী বলেন, ‘২০ জানুয়ারির অনুষ্ঠানকে ঘিরে আমাদের রয়েছে আকর্ষণীয় নানা আয়োজন। অনুষ্ঠানকে প্রবাসী বাংলাদেশীদের জন্য পরিপূর্ণ বিনোদনমূলক করে সাজানো হয়েছে। এখানে থাকছে ব্রিটেনের প্রায় সব জনপ্রিয় বাঙালি শিল্পীদের অংশগ্রহণ আর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ থেকে এই প্রজন্মের দু’জন জনপ্রিয় শিল্পী। এ ছাড়া ম্যাজিক শো, নৃত্যসহ থাকছে আরো অনেক আয়োজন। আশা করি কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হবে।’ ইভেন্টটি প্রসঙ্গে বেতার বাংলা পিআর এবং অন্যতম সংগঠন ইকবাল ফেরদৌস বলেন, ‘এরই মধ্যে আমাদের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। আশা করি গতবারের মতো এবারো রয়্যাল রিজেন্সি হল কানায় কানায় পূর্ণ হবে। সবাই দিনটিকে অনেক আনন্দে উদযাপনের মতো করেই আয়োজন করেছি।’
No comments