মিশেলের চুলছাঁটে মুগ্ধ ওবামা
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বারাক ওবামা। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট তিনি। এর চেয়ে বড় আর কী হতে পারে! কিন্তু এই ক্ষমতার মোহ আপাতত তাঁকে টানল না। তিনি বরং এখন স্ত্রীর নতুন চুলছাঁটেই (হেয়ারস্টাইল) মুগ্ধ।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চলতি সপ্তাহে তাঁর কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে ফার্স্ট লেডির নতুন চুলছাঁট। গতকাল সোমবার দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন ওবামা। আগের রাতে সমর্থকদের দেওয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। সেখানেই স্ত্রী মিশেলের চুলছাঁট নিয়ে রসিকতা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, ‘আমি প্রথমে মিশেল ওবামাকে ভালোবাসি। এ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বলছি, আমি তাঁর চুলছাঁটকে ভালোবাসি।’
ওবামার কথা শুনে দর্শকসারিতে বসা সমর্থক ও অতিথিরা হেসে ওঠেন। উল্লাসও করেন কেউ কেউ। ওবামা বলেন, ‘সে (মিশেল) দেখতে সুন্দর। সে সব সময়ই দেখতে সুন্দর।’
হার্ভার্ড থেকে আইনে স্নাতক মিশেল মার্কিনিদের কাছে ফ্যাশন-সচেতন হিসেবেই পরিচিত। শিশুদের স্থূলতার বিরুদ্ধে লড়াই করছেন তিনি। সম্প্রতি তিনি নতুন শৈলীতে চুল ছেঁটেছেন। তাঁর নতুন এ ছাঁট বেশ আকর্ষণীয় হয়েছে। পাশাপাশি গতকাল স্বামীর শপথ অনুষ্ঠানে পরে আসা তাঁর পোশাক নিয়েও ফ্যাশন-জগতের অনেকের মধ্যে ছিল কৌতূহল। রয়টার্স।
ওবামার কথা শুনে দর্শকসারিতে বসা সমর্থক ও অতিথিরা হেসে ওঠেন। উল্লাসও করেন কেউ কেউ। ওবামা বলেন, ‘সে (মিশেল) দেখতে সুন্দর। সে সব সময়ই দেখতে সুন্দর।’
হার্ভার্ড থেকে আইনে স্নাতক মিশেল মার্কিনিদের কাছে ফ্যাশন-সচেতন হিসেবেই পরিচিত। শিশুদের স্থূলতার বিরুদ্ধে লড়াই করছেন তিনি। সম্প্রতি তিনি নতুন শৈলীতে চুল ছেঁটেছেন। তাঁর নতুন এ ছাঁট বেশ আকর্ষণীয় হয়েছে। পাশাপাশি গতকাল স্বামীর শপথ অনুষ্ঠানে পরে আসা তাঁর পোশাক নিয়েও ফ্যাশন-জগতের অনেকের মধ্যে ছিল কৌতূহল। রয়টার্স।
No comments