বশিরের আশ্বাস
গণভোটের ফল মেনে নেওয়ার আশ্বাস দিয়ে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির বলেছেন, 'বিচ্ছিন্নতার পক্ষে রায় দেওয়ার অধিকার আছে দক্ষিণ সুদানিদের।' ভোট শুরুর মাত্র পাঁচ দিন আগে গতকাল মঙ্গলবার দক্ষিণ সুদান সফরে গিয়ে রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
তাঁর এ সফরকে ওই অঞ্চলে অখণ্ড সুদানের প্রেসিডেন্টের সর্বশেষ সফর হিসেবে দেখা হচ্ছে।
বশির বলেন, 'আপনারা স্বাধীনতার পক্ষে রায় দিলেও উত্তর সুদান এ গণভোটের ফলকে স্বাগত জানাবে। তবে সুদান ভেঙে গেলে দুঃখ পাবেন উল্লেখ করে বশির বলেন, 'দুই সুদানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে আমার এ দুঃখ দূর হয়ে যাবে।' দক্ষিণ সুদানের রাজধানী জুবায় পেঁৗছার পর লালগালিচা সংবর্ধনা পান বশির। বর্তমানে আধা-স্বায়ত্তশাসিত দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। দুই দশকব্যাপী গৃহযুদ্ধের সময় এই দুই নেতা উত্তর ও দক্ষিণ সুদানের নেতৃত্ব দিয়েছেন।
বশির বলেন, 'আপনারা স্বাধীনতার পক্ষে রায় দিলেও উত্তর সুদান এ গণভোটের ফলকে স্বাগত জানাবে। তবে সুদান ভেঙে গেলে দুঃখ পাবেন উল্লেখ করে বশির বলেন, 'দুই সুদানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে আমার এ দুঃখ দূর হয়ে যাবে।' দক্ষিণ সুদানের রাজধানী জুবায় পেঁৗছার পর লালগালিচা সংবর্ধনা পান বশির। বর্তমানে আধা-স্বায়ত্তশাসিত দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। দুই দশকব্যাপী গৃহযুদ্ধের সময় এই দুই নেতা উত্তর ও দক্ষিণ সুদানের নেতৃত্ব দিয়েছেন।
No comments