যুক্তরাষ্ট্রে কিশোর বন্দুকধারীর গুলিতে নিহত ৫
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এলবুকুইর্ক শহরের সাউথ ভ্যালিতে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে পুলিশ অস্ত্রসহ ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। গত রবিবার পুলিশ এসব তথ্য জানায়।
পুলিশ জানায়, শনিবার রাতে আলবুকুইয়ার্ক শহরের একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিন শিশুসহ এক নারী ও এক পুরুষ রয়েছেন। হত্যার অভিযোগে আটক কিশোর সম্পর্কে পুলিশ বিস্তারিত জানায়নি।
নিউ মেক্সিকোর বার্নালিলো শহরের আইন প্রয়োগকারী দপ্তরের মুখপাত্র আরন উইলিয়ামসন জানান, ঘটনাস্থলে বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে সেনাবাহিনীতে ব্যবহৃত রাইফেলের মতো একটি অস্ত্রও ছিল।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ত্র নিয়ন্ত্রণে তাঁর নতুন প্রস্তাব উপস্থাপনের তিন দিন পরই এ ঘটনা ঘটল। এর আগে গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। সূত্র : এএফপি।
নিউ মেক্সিকোর বার্নালিলো শহরের আইন প্রয়োগকারী দপ্তরের মুখপাত্র আরন উইলিয়ামসন জানান, ঘটনাস্থলে বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে সেনাবাহিনীতে ব্যবহৃত রাইফেলের মতো একটি অস্ত্রও ছিল।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ত্র নিয়ন্ত্রণে তাঁর নতুন প্রস্তাব উপস্থাপনের তিন দিন পরই এ ঘটনা ঘটল। এর আগে গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। সূত্র : এএফপি।
No comments