আংশিক গ্রাস সূর্যগ্রহণ-দিনের বেলায়েই সন্ধ্যার আবছায়া
অমাবশ্যার চাঁদ ঢেকে দিচ্ছে সূর্যকে। গতকাল মঙ্গলবার বছরের প্রথম আংশিক গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়ে রইলো মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, উত্তর-পশ্চিম চীন, ভারত, পাকিস্তানসহ ইউরোপের বেশকিছু দেশের মানুষ। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে সূর্যকে আড়াল করে দেয় চাঁদ।
সূর্যের প্রায় ৯০ শতাংশ অল্প সময়ের জন্য চাঁদের আড়ালে হারিয়ে যায়। অনেক দেশে দিনের বেলাতেই নেমে আসে সন্ধ্যার আঁধার।
পৃথিবীকে ঘিরে চাঁদ এবং সূর্যকে ঘিরে পৃথিবীর আবর্তণের সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে কোনো এক বিরল মুহূর্তে ঘটে এই সূর্যগ্রহণ। গ্রহণের সময় সূর্যের আলোয় আলোকিত পৃথিবী ঢেকে যায় চাঁদের ছায়ায়। পৃথিবীর গায়ে চাঁদের ছায়া পড়ায় সূর্যের আলো ক্রমশ ক্ষয় পেতে থাকে। কয়েক মিনিট পর চাঁদের সে আড়াল থেকে সূর্য পুনরায় বেরিয়ে আসে। সূত্র : এএফপি।
পৃথিবীকে ঘিরে চাঁদ এবং সূর্যকে ঘিরে পৃথিবীর আবর্তণের সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে কোনো এক বিরল মুহূর্তে ঘটে এই সূর্যগ্রহণ। গ্রহণের সময় সূর্যের আলোয় আলোকিত পৃথিবী ঢেকে যায় চাঁদের ছায়ায়। পৃথিবীর গায়ে চাঁদের ছায়া পড়ায় সূর্যের আলো ক্রমশ ক্ষয় পেতে থাকে। কয়েক মিনিট পর চাঁদের সে আড়াল থেকে সূর্য পুনরায় বেরিয়ে আসে। সূত্র : এএফপি।
No comments