চাকরি খুঁজছেন?

বাংলাদেশ মহিলা পরিষদ অ্যাডমিন ডাইরেক্টর: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, সোশ্যাল সায়েন্সে মাস্টার্স অথবা সমমান অথবা এমবিএ। ম্যানেজার (অ্যাকাউন্টস): কমার্সে মাস্টার্স/ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে এমবিএ। প্রজেক্ট কোঅর্ডিনেটর: ইংরেজি অথবা সোশ্যাল সায়েন্সে মাস্টার্স।


অ্যাকাউন্টস অফিসার: কমার্সে মাস্টার্স/ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে এমবিএ। প্রোগ্রাম অফিসার: সোশ্যাল সায়েন্স/স্ট্যাটিক্সে মাস্টার্স। শেষ তারিখ: ২১ জুন। ঠিকানা: জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ মহিলা পরিষদ, ১০/বি/১, সেগুন বাগিচা, ঢাকা-১০০০। সূত্র: ৫ জুন, প্রথম আলো। পৃ. ৬
সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজ
ফ্যাক্টরি ম্যানেজার: কেমিস্ট্রিতে এমএসসি/বিএসসি ইঞ্জিনিয়ারিং। চিফ অ্যাকাউন্ট্যান্ট: ফিন্যান্সে এমকম/এমবিএ/সিএ/আইসিএমএ। প্রোডাকশন ম্যানেজার (আইসক্রিম): ফুড টেকনোলজিতে বিএ অথবা সমমান। প্রোডাকশন ম্যানেজার (প্লাস্টিক ইনজেকশন): মেকানিক্যাল/ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ম্যানেজার (মেইনটেন্যান্স): মেকানিক্যাল/ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। ম্যানেজার (স্টোর অ্যান্ড ভ্যাট): গ্র্যাজুয়েট। সেলস ম্যানেজার: গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট/মার্কেটিংয়ে এমবিএ। রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম): পোস্ট গ্র্যাজুয়েট/মার্কেটিংয়ে এমবিএ। শেষ তারিখ: ১৬ জুন। ঠিকানা: এইচআরডি, সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজ, চাঁদগাঁও, আরাকান রোড, চট্টগ্রাম। সূত্র: ৬ জুন, প্রথম আলো। পৃ. ১৭
প্রাণ-আরএফএল গ্রুপ
ট্রেইনি এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস/ভ্যাট): এমবিএ/এমকম/ অ্যাকাউন্টিংয়ে এমবিএ। সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস): এমবিএ/এমবিএস/অ্যাকাউন্টিংয়ে এমবিএ। শেষ তারিখ: ২১ জুন। সূত্র: www.jobsA1.com

No comments

Powered by Blogger.