মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত শতদল by আশফাকুজ্জামান
‘মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত শতদল’ স্লোগান নিয়ে ওয়াহিদুল হক স্মরণে ‘জাতীয় শিশু আবৃত্তি উৎসব ২০১২’ শিরোনামে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে ৮ ও ৯ জুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় জাতীয় শিশু আবৃত্তি উৎসব।
এ অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার শিশু আবৃত্তি দলসহ দেশের ৫০টির মতো দলের প্রায় এক হাজার শিশু অংশ নেয়। আশফাকুজ্জামান ও মৌমিতা জান্নাতের গ্রন্থনা ও নির্দেশনায় বন্ধুসভা আবৃত্তি দলের প্রযোজনা ‘রৌদ্রছায়া’ পরিবেশন করে আবিদ হোসেন প্রান্ত, তাসনিম জামান প্রিয়ন্তি, জান্নাতি ইসলাম তমা, রিমি ও স্বর্ণা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। সাংসদ আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ।
No comments