নোটিশ বোর্ড
নতুন খাবারের দোকান ঢাকার বেইলি রোডে বেইলি ফিয়েস্তায় চালু হলো নতুন খাবারের দোকান ড্রামস্টিক। এখানে নানা ধরনের ফাস্টফুড পাওয়া যাবে। সম্প্রতি এর উদ্বোধনী দিনে এসেছিলেন চলচ্চিত্র অভিনেত্রী চম্পা। পোশাকের নতুন দোকান ‘একটি উদ্যমের...একটি স্বপ্নের শুরু হলো আজ। রুচিশীল, পরিপাটি, শৈল্পিক, সে স্বপ্নের যাত্রা সফল হোক।’ ৬ জানুয়ারি ঢাকার ধানমন্ডির ৫ নন্বর সড়কের ২০ নম্বর বাড়িতে ফ্যাশন হাউস মান্জার উদ্বোধনকালে এভাবেই শুভকামনা
জানান বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুুল্লাহ আবু সায়ীদ। মান্জায় বর্ণিল সব রঙের সমন্বয়ে দেশি ঢংয়ে তৈরি পোশাক। এতে করা হয়েছে এমব্রয়ডারি ও জরির কাজ। ঐতিহ্যের জামদানি আর তসরের চাদর যেমন ঠাঁই পেয়েছে, তেমনি তারুণ্যের পছন্দের আধুনিক পোশাকটিও করা হয়েছে দেশীয় ঢংয়ে। আর ছেলেদের টি-শার্ট, শার্ট, পাঞ্জাবিগুলোও হাল ফ্যাশনের। ছোটদের টপ ফ্রিল দেওয়া ফ্রক তো আছেই, তার সঙ্গে আজকের রূপসচেতন মানুষটির জন্য রাখা রয়েছে ভেষজ প্যাক, প্রাকৃতিক শ্যাম্পুসহ নানা ভেষজ রূপচর্চার উপকরণ।
মান্জার ব্যবস্থাপনা পরিচালক ফারুক হেলাল বলেন, ‘ছোটবেলায়ই পুরান ঢাকার “মানজা” মারা শব্দটির সঙ্গে পরিচয় ঘটেছে। হঠাত্ কোনো ভালো পোশাক পরে বেরোলে বন্ধুদের কাছ থেকে শুনতে হতো বেশ মানজা মেরেছি—এসব কথা। আসলে সুন্দর লাগা আর মানজা মারার মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে যেন। তাই এই নাম বেছে নেওয়া।’
মেদ কমানোর পদ্ধতি
লাইপোলাইসস পদ্ধতিতে মেদ কমানোর সুবিধা দিচ্ছে লেজার ট্রিট। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের শাখা উবিধায় দেওয়া হচ্ছে ছাড়।
পাথরের গয়না
অ্যারাবিয়ানস বাজারে এনেছে বিয়েতে পরার গয়না। রুপার ওপর গোল্ড প্লেটেড এসব গয়নায় নানা রকম পাথর ব্যবহার করা হয়েছে। রুবি, জারকান ব্যবহার করা হয়েছে বেশি। এসব গয়নার সেটের দাম পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকা। পাওয়া যাবে বিভিন্ন নকশায়, অ্যারাবিয়ানসের সব শাখায়।
বিয়ের আয়োজন
বিয়ের সব ধরনের অনুষ্ঠানে পরার জন্য নানা পোশাক এনেছে কে ক্র্যাফট। বর-কনের আত্মীয়-বন্ধুদের পরার উপযোগী পোশাকও আছে। আছে মসলিন, সিল্ক, অ্যান্ডি শাড়ি। শেরওয়ানি, প্রিন্সকোট, পাঞ্জাবিও পাবেন।
সৌন্দর্যচর্চায় ছাড়
ঢাকার মোহাম্মদপুরে রিং রোডে পার্পল বিউটি লাউঞ্জ দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। এখানে বিয়ের সাজ, পার্টি সাজ, ফেসিয়াল, চুলের যত্ন, চুল কাটা ইত্যাদি করানো যাবে।
কেনাকাটায় ছাড়
ইনফিনিটি
ঢাকার উত্তরায় ইনফিনিটির শাখায় ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে ছাড়। এখানে ছেলে, মেয়ে ও শিশুদের সব ধরনের পোশাক ও প্রসাধনী পাওয়া যায়।
অ্যাঞ্জেলিনা
সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে অ্যাঞ্জেলিনা দিচ্ছে ছাড়। ঢাকার গুলশানে পিংক সিটিতে তাদের শাখায় পাওয়া যাবে খাদি, অ্যান্ডি, সুতি, মসলিন কাপড়ে তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি।
নগরদোলা
৩১ জানুয়ারি পর্যন্ত নগরদোলায় চলবে মূল্যছাড়। দেশীদশসহ তাদের সব শাখাতেই ছাড় চলবে।
মান্জার ব্যবস্থাপনা পরিচালক ফারুক হেলাল বলেন, ‘ছোটবেলায়ই পুরান ঢাকার “মানজা” মারা শব্দটির সঙ্গে পরিচয় ঘটেছে। হঠাত্ কোনো ভালো পোশাক পরে বেরোলে বন্ধুদের কাছ থেকে শুনতে হতো বেশ মানজা মেরেছি—এসব কথা। আসলে সুন্দর লাগা আর মানজা মারার মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে যেন। তাই এই নাম বেছে নেওয়া।’
মেদ কমানোর পদ্ধতি
লাইপোলাইসস পদ্ধতিতে মেদ কমানোর সুবিধা দিচ্ছে লেজার ট্রিট। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের শাখা উবিধায় দেওয়া হচ্ছে ছাড়।
পাথরের গয়না
অ্যারাবিয়ানস বাজারে এনেছে বিয়েতে পরার গয়না। রুপার ওপর গোল্ড প্লেটেড এসব গয়নায় নানা রকম পাথর ব্যবহার করা হয়েছে। রুবি, জারকান ব্যবহার করা হয়েছে বেশি। এসব গয়নার সেটের দাম পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকা। পাওয়া যাবে বিভিন্ন নকশায়, অ্যারাবিয়ানসের সব শাখায়।
বিয়ের আয়োজন
বিয়ের সব ধরনের অনুষ্ঠানে পরার জন্য নানা পোশাক এনেছে কে ক্র্যাফট। বর-কনের আত্মীয়-বন্ধুদের পরার উপযোগী পোশাকও আছে। আছে মসলিন, সিল্ক, অ্যান্ডি শাড়ি। শেরওয়ানি, প্রিন্সকোট, পাঞ্জাবিও পাবেন।
সৌন্দর্যচর্চায় ছাড়
ঢাকার মোহাম্মদপুরে রিং রোডে পার্পল বিউটি লাউঞ্জ দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। এখানে বিয়ের সাজ, পার্টি সাজ, ফেসিয়াল, চুলের যত্ন, চুল কাটা ইত্যাদি করানো যাবে।
কেনাকাটায় ছাড়
ইনফিনিটি
ঢাকার উত্তরায় ইনফিনিটির শাখায় ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে ছাড়। এখানে ছেলে, মেয়ে ও শিশুদের সব ধরনের পোশাক ও প্রসাধনী পাওয়া যায়।
অ্যাঞ্জেলিনা
সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে অ্যাঞ্জেলিনা দিচ্ছে ছাড়। ঢাকার গুলশানে পিংক সিটিতে তাদের শাখায় পাওয়া যাবে খাদি, অ্যান্ডি, সুতি, মসলিন কাপড়ে তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি।
নগরদোলা
৩১ জানুয়ারি পর্যন্ত নগরদোলায় চলবে মূল্যছাড়। দেশীদশসহ তাদের সব শাখাতেই ছাড় চলবে।
No comments