বালতিতে ডুবিয়ে শিশু হত্যা
মানবজমিন ডেস্ক: প্রেমিকের সঙ্গে ইন্টারনেটে ভিডিও কথোপকথনের সময় বিরক্ত করায় নিজের ১ বছর বয়সী ছোট্ট শিশুটিকে শৃঙ্খলা শেখাতে বালতির পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে নরওয়ের অধিবাসী ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে। ঘড়িতে তখন রাত ৩টা। মধ্য রাতে অনলাইনে ভিডিও কথোপকথনে ইয়াসমিন ব্যস্ত ছিল প্রেমিকের সঙ্গে। ইয়াসমিনের বক্তব্য অনুযায়ী, তাকে অসম্মান করায় শিশু সন্তানটিকে নিয়মানুবর্তিতা শেখাতে শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয় সে। তবে দুর্ঘটনাক্রমে পানি ভর্তি বালতিতে শিশুটি পড়ে যায় বলে দাবি করে ঘাতক মা। পরদিনই মৃত ঘোষণা করা হয় ফুটফুটে অবুঝ শিশুটিকে। এদিকে নিজের সন্তানের হত্যাকারী সন্দেহে গ্রেপ্তার হওয়ার পর ইয়াসমিন দাবি করে, তার প্রেমিকই তাকে এ পরামর্শ দিয়েছিল। তবে তারা দু’জনই এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে দু’জনের বক্তব্যেই অসামঞ্জস্যতা রয়েছে। কারণ প্রেমিকের বক্তব্য অনুযায়ী, শিশুটিকে শৃঙ্খলা শেখাতে তারা দু’জন মিলেই এ সিদ্ধান্ত নিয়েছিল। তবে শিশুটিকে হত্যা করা কখনই তাদের উদ্দেশ্য ছিল না বলেও জানায় তারা। প্রেমিকের সঙ্গে ইন্টারনেটেই পরিচয় ইয়াসমিনের। ১ বছরের প্রেমের সম্পর্কে একবার দেখা হয়েছে পরস্পরের মধ্যে। এদিকে এ ঘটনার পরপরই ইয়াসমিনের ৫ বছর বয়সী অপর পুত্র সন্তানটির দায়িত্ব নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হবে ইয়াসমিনকে। হতভাগ্য শিশুটির পিতা বর্তমানে পাকিস্তানে রয়েছেন। ইয়াসমিনের সঙ্গে আগেই ছাড়াছাড়ি হয়েছে তার। এ খবর শুনে ভীষণ মর্মাহত শিশুটির পিতা এখন প্রায় বাকরুদ্ধ।
No comments