দ. আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ- ব্যাটে ভিলিয়ার্স বলে ফিল্যান্ডার শীর্ষে
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে সদ্য শেষ হওয়া সিরিজে রানে এবি ডি ভিলিয়ার্স আর উইকেটে সবার উপরে রয়েছেন ভারনন ফিল্যান্ডার। সিরিজজয়ী টেস্টে ডাবল সেঞ্চুরি পেলেও মোট রানে অনেক পিছিয়ে জ্যাক ক্যালিস। তার মোট রান ২৫৫ অথচ তিনি এক ইনিংসেই করেন ২২৪ রান। তার গড় ৬৩.৭৫। অন্যদিকে ভিলিয়ার্সের সংগ্রহ ৩৫৩। এক ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ১৬০ রানে। তাই গড় ১১৭.৬০। পুরো সিরিজে দুটি শতরান করেছেন কেবল সফরকারী দলে থিলান সামারাবীরা। দল হারলেও তিনি ৩৩৯ রান করে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তার গড় ৬৭.৮০। ৩ টেস্টে দু’দলের পক্ষেই তিনটি করে সেঞ্চুরি হয়েছে। শ্রীলঙ্কার অপর শতকটি আসে সাঙ্গাকারার ব্যাট থেকে। আর স্বাগতিকদের পক্ষে তৃতীয় শতকটি আসে এক ম্যাচ খেলা পিটারসেনের ব্যাট থেকে। সবচেয়ে হতাশ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। এক ফিফটি সত্ত্বেও তার মোট রান ১১৮। গড় ৩০-এর নিচে। হার মানা টেস্টের দুই নিংসেই ফিফটি পেলেও হাশিম আমলা অপর দু’ টেস্টে ছিলেন নিষ্প্র্রভ। ফলে তার সংগ্রহ ৩৪.৭৫ গড়ে ১৩৯। রান পাননি অ্যাশওয়েল প্রিন্সও। দু’ টেস্টে তার সংগ্রহ মাত্র ৩৮। রুডলফ ছিলেন মোটামুটি। ৪১.৩৩ গড়ে তার সংগ্রহ ১২৪। ফিফটি ১টি। শ্রীলঙ্কার পক্ষে হতাশ করেছেন বেশি অভিজ্ঞ মাহেলা জয়বর্ধনে। তার গড় মাত্র ২২। ৬ ইনিংসে সংগ্রহ মাত্র ১৩২ আর সর্বোচ্চ ৩১। দিলশানও তার নামের প্রতি কোন সুবিচার করতে পারেননি। সামারাবীরা ছাড়া আর কারও গড় ৪০-এর ওপরে নেই। তৃতীয় সেরা গড় সাঙ্গাকারার ৩০। দ্বিতীয় স্থানে আছেন সদ্য অভিষেক হওয়া চন্ডিমল ৩৭ নিয়ে। স্পিনার মুরালিধরনের অবসরের পর বোলিং দুর্বল হলেও সিংহলীদের পক্ষে বেশি উইকেট স্পিনার রঙ্গনা হেরাথের। আর প্রোটিয়াদের পক্ষে নবীন পেসাররাই এগিয়ে। ফিল্যান্ডার সবার উপরে আর তারপরেই স্টেইন। তবে তাদের স্পিনার ইমরান তাহিরও পেয়েছেন ১০টি উইকেট।
দঃ আফ্রিকার ব্যাটিং গড়
ব্যাটসম্যান ম্যাচ ই অপ. রান সর্বোচ্চ গড় ১০০/৫০
ভিলিয়ার্স ৩ ৪ ১ ৩৫৩ ১৬০* ১১৭.৬৬ ১ /২
পিটারসন ১ ২ ১ ১১০ ১০৯ ১১০.০০ ১/০
ক্যালিস ৩ ৪ ০ ২৫৫ ২২৪ ৬৩.৭৫ ১/০
রুডলফ ৩ ৪ ১ ১২৪ ৫১* ৪১.৩৩ ০/১
তাহির ৩ ৩ ২ ৪০ ২৯* ৪০.০০ ০/০
স্টেইন ৩ ৩ ১ ৭২ ৪৩ ৩৬.০০ ০/০
আমলা ৩ ৪ ০ ১৩৯ ৫৪ ৩৪.৭৫ ০/২
স্মিথ ৩ ৫ ১ ১১৮ ৬১ ২৯.৫০ ০/১
বাউচার ৩ ৩ ০ ৭৫ ৬৫ ২৫.০০ ০ ১
প্রিন্স ২ ৩ ০ ৫৭ ৩৯ ১৯. ০০ ০/০
দঃ আফ্রিকার বোলিং গড়
বোলার ম্যাচ ওভার /মে রান উই সেরা গড় ৫/১০
ফিল্যান্ডার ২ ৬৩.১ /১৪ ২০২ ১৬ ৫/৪৯ ১২.৬২ ২/১
ডি লাঞ্জে ১ ৩৬.২/৫ ১২৬ ৮ ৭/৮১ ১৫.৭৫ ১/০
স্টেইন ৩ ১০৩.৪/২১ ৩০২ ১৪ ৫/৭৩ ২১.৫৭ ১/০
তাহির ৩ ১১১.০/১৩ ৩৬২ ১০ ৩/১০৬ ৩৬.২০ ০/০
মরকেল ৩ ৯১.১/১৪ ৩৩৩ ৮ ২/৪৬ ৪১.৬২ ০/০
ক্যালিস ৩ ৪৭.৫/৯ ১৪৬ ৩ ৩/৩৫ ৪৮.৬৬ ০/০
শ্রীলঙ্কার ব্যাটিং গড়
ব্যাটসম্যান ম্যাচ ই অপ. রান সর্বোচ্চ গড় ১০০/৫০
সামারাবীরা ৩ ৬ ১ ৩৩৯ ১১৫* ৬৭.৮০ ২/০
চন্ডিমল ২ ৪ ০ ১৪৮ ৫৮ ৩৭.০০ ০/২
সাঙ্গাকারা ৩ ৬ ০ ১৮০ ১০৮ ৩০.০০ ১/০
থিরিমান্নে ১ ২ ০ ৫৩ ৩০ ২৬.৫০ ০/০
দিলশান ৩ ৬ ০ ১৪৬ ৭৮ ২৪.৩৩ ০/১
ম্যাথিউস ৩ ৬ ০ ১৪০ ৬৩ ২৩.৩৩ ০/০
জয়াবর্ধনে ৩ ৬ ০ ১৩২ ৩১ ২২.০০ ০/০
হেরাথ ৩ ৬ ২ ৭৬ ৩০ ১৯.০০ ০/০
শ্রীলঙ্কার বোলিং গড়
বোলার ম্যাচ ওভার/মে রান উই সেরা গড় ৫/১০
হেরাথ ৩ ১১৫.৩/২২ ২৭৭ ১০ ৫/৭৯ ২৭.৭০ ১/০
ওয়েলেগেদেরা ৩ ৯২.৪/১৯ ২৮৮ ৯ ৫/৫২ ৩২.০০ ১/০
দিলশান ৩ ২৩.০/৪ ৮৪ ২ ১/১৭ ৪২.০০ ০/০
ফার্নান্ডো ২ ৪৭.০/৫ ১৮৬ ৩ ২/২৯ ৬২.০০ ০/০
পেরেরা ৩ ৬৮.০/৫ ৩২০ ৫ ৩/১১৪ ৬৪.০০ ০/০
প্রসাদ ১ ৩০.০/২ ১৫৬ ২ ২/১৫৪ ৭৮.০০ ০/০
ম্যাথিউস ৩ ২৬.০/৪ ৮০ ১ ১/১৩ ৮০.০০ ০/০
দঃ আফ্রিকার ব্যাটিং গড়
ব্যাটসম্যান ম্যাচ ই অপ. রান সর্বোচ্চ গড় ১০০/৫০
ভিলিয়ার্স ৩ ৪ ১ ৩৫৩ ১৬০* ১১৭.৬৬ ১ /২
পিটারসন ১ ২ ১ ১১০ ১০৯ ১১০.০০ ১/০
ক্যালিস ৩ ৪ ০ ২৫৫ ২২৪ ৬৩.৭৫ ১/০
রুডলফ ৩ ৪ ১ ১২৪ ৫১* ৪১.৩৩ ০/১
তাহির ৩ ৩ ২ ৪০ ২৯* ৪০.০০ ০/০
স্টেইন ৩ ৩ ১ ৭২ ৪৩ ৩৬.০০ ০/০
আমলা ৩ ৪ ০ ১৩৯ ৫৪ ৩৪.৭৫ ০/২
স্মিথ ৩ ৫ ১ ১১৮ ৬১ ২৯.৫০ ০/১
বাউচার ৩ ৩ ০ ৭৫ ৬৫ ২৫.০০ ০ ১
প্রিন্স ২ ৩ ০ ৫৭ ৩৯ ১৯. ০০ ০/০
দঃ আফ্রিকার বোলিং গড়
বোলার ম্যাচ ওভার /মে রান উই সেরা গড় ৫/১০
ফিল্যান্ডার ২ ৬৩.১ /১৪ ২০২ ১৬ ৫/৪৯ ১২.৬২ ২/১
ডি লাঞ্জে ১ ৩৬.২/৫ ১২৬ ৮ ৭/৮১ ১৫.৭৫ ১/০
স্টেইন ৩ ১০৩.৪/২১ ৩০২ ১৪ ৫/৭৩ ২১.৫৭ ১/০
তাহির ৩ ১১১.০/১৩ ৩৬২ ১০ ৩/১০৬ ৩৬.২০ ০/০
মরকেল ৩ ৯১.১/১৪ ৩৩৩ ৮ ২/৪৬ ৪১.৬২ ০/০
ক্যালিস ৩ ৪৭.৫/৯ ১৪৬ ৩ ৩/৩৫ ৪৮.৬৬ ০/০
শ্রীলঙ্কার ব্যাটিং গড়
ব্যাটসম্যান ম্যাচ ই অপ. রান সর্বোচ্চ গড় ১০০/৫০
সামারাবীরা ৩ ৬ ১ ৩৩৯ ১১৫* ৬৭.৮০ ২/০
চন্ডিমল ২ ৪ ০ ১৪৮ ৫৮ ৩৭.০০ ০/২
সাঙ্গাকারা ৩ ৬ ০ ১৮০ ১০৮ ৩০.০০ ১/০
থিরিমান্নে ১ ২ ০ ৫৩ ৩০ ২৬.৫০ ০/০
দিলশান ৩ ৬ ০ ১৪৬ ৭৮ ২৪.৩৩ ০/১
ম্যাথিউস ৩ ৬ ০ ১৪০ ৬৩ ২৩.৩৩ ০/০
জয়াবর্ধনে ৩ ৬ ০ ১৩২ ৩১ ২২.০০ ০/০
হেরাথ ৩ ৬ ২ ৭৬ ৩০ ১৯.০০ ০/০
শ্রীলঙ্কার বোলিং গড়
বোলার ম্যাচ ওভার/মে রান উই সেরা গড় ৫/১০
হেরাথ ৩ ১১৫.৩/২২ ২৭৭ ১০ ৫/৭৯ ২৭.৭০ ১/০
ওয়েলেগেদেরা ৩ ৯২.৪/১৯ ২৮৮ ৯ ৫/৫২ ৩২.০০ ১/০
দিলশান ৩ ২৩.০/৪ ৮৪ ২ ১/১৭ ৪২.০০ ০/০
ফার্নান্ডো ২ ৪৭.০/৫ ১৮৬ ৩ ২/২৯ ৬২.০০ ০/০
পেরেরা ৩ ৬৮.০/৫ ৩২০ ৫ ৩/১১৪ ৬৪.০০ ০/০
প্রসাদ ১ ৩০.০/২ ১৫৬ ২ ২/১৫৪ ৭৮.০০ ০/০
ম্যাথিউস ৩ ২৬.০/৪ ৮০ ১ ১/১৩ ৮০.০০ ০/০
No comments