রামুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
রামু (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির মাধ্যমে দেশে বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি কমাতে বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদে ঋণ দিতে দুই শ’ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে।
তিনি গতকাল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামে গোল্ডেন পোল্ট্রি অ্যান্ড ফিস ফার্মে স্থাপিত বায়ো গ্যাস প্ল্যান্ট ব্যবস্থাপনার উদ্বোধনকালে এ কথা বলেন।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফআইসি) আঞ্চলিক প্রতিনিধি জিবা এ পেরোমালপিল্লাই, প্রোগ্রাম ম্যানেজার মৃণাল কে সরকার, ইস্টার্ন ব্যাংকের এসএমই কর্মসূচির প্রধান খোরশেদ আলম, কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান রহমান রিনিউয়েবল এনার্জি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিদোয়ানুর রহমান, পোল্ট্রি খামারি মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি গতকাল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামে গোল্ডেন পোল্ট্রি অ্যান্ড ফিস ফার্মে স্থাপিত বায়ো গ্যাস প্ল্যান্ট ব্যবস্থাপনার উদ্বোধনকালে এ কথা বলেন।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফআইসি) আঞ্চলিক প্রতিনিধি জিবা এ পেরোমালপিল্লাই, প্রোগ্রাম ম্যানেজার মৃণাল কে সরকার, ইস্টার্ন ব্যাংকের এসএমই কর্মসূচির প্রধান খোরশেদ আলম, কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান রহমান রিনিউয়েবল এনার্জি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিদোয়ানুর রহমান, পোল্ট্রি খামারি মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments