নিউ হ্যাম্পশায়ারে বাছাই আজ-নিরপেক্ষ ভোটাররাই হবেন ফল নির্ধারক

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে আজ মঙ্গলবার রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হচ্ছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী বাছাই করতে এই নির্বাচন। এই অঙ্গরাজ্যে নিরপেক্ষ ভোটাররাই বাছাইয়ে ফল নির্ধারক হবেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। নিউ হ্যাম্পশায়ারে ঐতিহাসিকভাবেই নিরপেক্ষ ভোটাররাই প্রার্থীদের ভাগ্য নির্ধারক। কারণ, এখানে প্রায় ৪০ শতাংশ ভোটার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নন। কিন্তু তাঁরাও রিপাবলিকান


দলের প্রাথমিক বাছাইয়ে ভোট দিতে পারেন। এই ভোটারের মধ্যে অনেকেই প্রতিবেশী অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনিকে তাঁদের মতোই স্বাধীন মনে করেন। ভিনসেন্ট বালুকোনিস বলেন, ‘আমি কোনো একটি নির্দিষ্ট দলের সমর্থক হয়ে থাকতে চাই না। তাই কোনো দলে নিবন্ধিত হইনি।’ ২০০৮ সালে রিপাবলিকান দলের বাছাইয়ের যাঁরা ভোট দেন, তাঁদের ৩৭ শতাংশই ছিল নিরপেক্ষ ভোটার। তাঁদের ভোটেই মূলত এখানে জয়ী হয়েছিলেন গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন। তবে এবার যেহেতু ডেমোক্রেটিক পার্টির বাছাই হচ্ছে না, তাই রিপাবলিকান দলের বাছাইয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জরিপে দেখা গেছে, রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে উদারপন্থী বলে পরিচিত টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান রন পল ভালো করবেন। কট্টরপন্থী বলে পরিচিত রমনিরও সমর্থন আছে। তবে নিরপেক্ষ ভোটারদের ব্যাপারে আগাম কিছু বলা কঠিন। তাঁরা ভোট দেওয়ার ক্ষেত্রে কেউ গভর্নর হিসেবে রমনির ভূমিকা মূল্যায়ন করবেন, কেউ প্রেসিডেন্ট ওবামাকে সমর্থন করার জন্য দুর্বল প্রার্থীকে ভোট দেবেন। দ্য মিয়ামি হেরাল্ড।

No comments

Powered by Blogger.