দেবজ্যোতির সুরে বাংলাদেশী পরিচালক নির্ঝরের ছবিতে শাকিরার গান
পরিতোষ পাল, কলকাতা থেকে: দুই বাঙালির মেলবন্ধনে সম্ভব হতে চলেছে একালের সাড়া জাগানো সংগীতশিল্পী শাকিরাকে দিয়ে ছবিতে গান গাওয়ানো। এমনকি ছবিটিতে গান গাইবার পাশাপাশি অভিনয়ও করতে পারেন তিনি। বাংলাদেশী পরিচালক এনামুল করিম নির্ঝর বৃটিশ প্রযোজনায় তৈরি করছেন ইংরেজি ছবি ‘ডিজায়ার-দ্য ফ্লায়িং বাটার’। সংগীত বহুল এই ছবিতে ডিজায়ারের সবক’টি গানই গাইবেন শাকিরা। আর এসব গানে সুর সৃষ্টি করছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র। ময়মনসিংহের লোকসংগীতের সুরেও গান তৈরি হচ্ছে। ময়মনসিংহ গীতিকার উচ্চারণে গান গাইতে আগ্রহী শাকিরাও। শাকিরা ছাড়াও এই ছবিতে গান গাইবেন মরক্কোর বিখ্যাত গায়ক আবদেল হাকিম। দেবজ্যোতির সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই ছবিটি করার কথা ভাবছিলেন নির্ঝর। বাংলাদেশের প্রেক্ষাপটে ছবি করার ভাবনা ছিল তার। তবে এখন ঠিক হয়েছে ছবিটির শুটিং হবে স্কটল্যান্ড, ডোভার ও লন্ডনে। দেবজ্যোতি এনামুলের তৈরি আগের দুটি ছবিতেও সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন। এবারের ছবিতে ডিজায়ার চরিত্রটির জন্য যে ৫টি গান থাকছে তার সবক’টিই গাইবে শাকিরা। এছাড়াও আরও ২৫টি গানে সুর সৃষ্টি করছেন দেবজ্যোতি। সেগুলো ছবির প্রয়োজন মতো ব্যবহার করা হবে। দেবজ্যোতিই জানিয়েছেন, ডিজায়ার চরিত্রে শাকিরা যাতে অভিনয় করে সেজন্য কথাবার্তা চলছে। শাকিরার গাওয়া প্রতিটি গানের দৈর্ঘ হবে সাড়ে চার থেকে পাঁচ মিনিট। শাকিরা গান কতটা বড় সে ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয়, শাকিরা দেবজ্যোতির সুরে গান করার সম্মতি দেয়ার আগে ‘রেইনকোট’ ও এনামুলের ছবি ‘আহা’র দেবজ্যোতির সুর দেয়া গানগুলো ভাল করে শুনেছেন। দূর ইশারায় বলে গানটি শাকিরার এত ভাল লেগেছে যে তিনি ফোন করে দেবজ্যোতিকে অভিনন্দন জানিয়েছেন। এনামুলের এই ছবিতেই মেলবন্ধন ঘটবে প্রখ্যাত চেলোবাদক ও সুরকার ইয়ো-ইয়ো মার। বেশ কয়েকটি গ্র্যামি জয়ী এই সুরকার দেবজ্যোতির সঙ্গে মিলিতভাবে কাজ করবেন বলে জানা গেছে।
No comments