প্রাইভেট কারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: চুরি যাওয়া দু’টি প্রাইভেট কারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- নূরে আলম ওরফে হাবু (২২) ও আবু সিদ্দিক (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশী রিভলবার, ২০ রাউন্ড গুলি, ৩টি চাপাতি ও ২টি ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। গতকাল সকালে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। ডিবি দক্ষিণের উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাবু ও আবুকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী পল্লবীর ১০ নম্বর সেকশনের এ ব্লকের একটি গ্যারেজ থেকে দু’টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৩-৪২৫৬ প্রকৃত নম্বর-ঢাকা মেট্রোঃ গ-১৯-৮০৬০ ও ঢাকা মেট্রো গ-২৭-৭২৫১) উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গত সোমবার রমনা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি ছিনতাইকারী চক্রের ওই দুই সদস্য আজাহার ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হাবু ও আবুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন থেকে পুলিশের পরিচয় দিয়ে ওয়াকিটকি ব্যবহার করে গাড়ি ছিনতাই করে আসছে। জি করোলা ও এফ প্রিমিও মডেলের দু’টি চুরি করা গাড়ি নিয়ে তারা পল্লবী এলাকায় ছিনতাই চালিয়ে আসছিল।
No comments