ক্লার্ক ‘কমপ্লিট প্যাকেজ’: আর্থার
স্পোর্টস ডেস্ক: সিডনি জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের প্রশংসায় পঞ্চমুখ অসি কোচ মিকি আর্থার। ক্লার্কের সামর্থ্যের প্রশংসা করতে গিয়ে তিনি সিডনির ৩২৯ রানের ইনিংসে ক্লার্কের ব্যাটিংয়ে খুঁত পাননি উল্লেখ করে বলেন, ‘ক্লার্কের এই ইনিংসে লক্ষ্য করার মতো বেশ কিছু বিষয় ছিল। ক্লার্ক এখানে বলে দৃষ্টি নামিয়ে শট খেলছিল, আর বল ব্যাটে আসতে দিতে অপেক্ষাটা ছিল নিখুঁত। একটু দেরিতে খেলা ক্লার্কের শটগুলো বেশ কার্যকরী দেখা গেছে।’ ভারতের বিপক্ষে সিডনির শততম টেস্টে প্রথম নজির গড়ে ট্রিপল সেঞ্চরি হাঁকান অসি অধিনায়ক ও নিউ সাউথ ওয়েলসের ‘লোকাল বয়’ মাইকেল ক্লার্ক। এতে মেলবোর্নের পর সিডনি জিতে নিয়ে ভারতের বিপক্ষে ৪ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এ সাফল্যে দলের অধিনায়ককে আলাদা কৃতিত্ব দিতে চান কোচ আর্থার। বলেন, সামনের পায়ে খেলায় কিছু সমস্যা দেখা গিয়েছিল ক্লার্কের আগের ইনিংসগুলিতে। তা কাটিয়ে উঠে এই মুহূর্তে সে অসি ব্যাটিংয়ে ‘কমপ্লিট প্যাকেজ’, একই সঙ্গে কমপ্লিট ক্যাপ্টেনসি প্যাকেজ-ও। অসি ড্রেসিংরুমে ক্লার্কের ভূমিকা সত্যিই উৎসাহব্যঞ্জক- বলেন অসি ইতিহাসে প্রথম বিদেশী ক্রিকেট কোচ মিকি আর্থার।
No comments