জিএসপি’র আইপিও আবেদন আজ শুরু
অর্থনৈতিক রিপোর্টার: জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আজ রোববার থেকে শুরু হয়ে আগামী ১২ই জানুয়ারি শেষ হবে। প্রবাসীদের জন্য এ সুযোগ থাকবে ওইদিন থেকে আগামী ২৮শে জানুয়ারি পর্যন্ত। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি) গত ১লা নভেম্বর এর আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানিটিকে আইপিও’র অনুমোদন দেয়। সূত্র জানায়, ১০ টাকা ফেসভেল্যুর এ কোম্পানির মার্কেট লট ৫০০টি শেয়ারের। আইপিওর মাধ্যমে দুই কোটি শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা এবং আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ৪৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। এক্ষেত্রে ১০ টাকা ফেসভেল্যুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দর ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিলটের জন্য বিনিয়োগকারীদের ১২ হাজার ৫০০ টাকা দিতে হবে।
No comments