নরসিংদীর উপ-নির্বাচনেও ইভিএম-এর ব্যবহার হবে
স্টাফ রিপোর্টার: নরসিংদী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে কাল থেকেই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় শুরু হচ্ছে ইভিএম বিষয়ে আনুষ্ঠানিক প্রচারণা। প্রচারণার মূল লক্ষ্য- ভোটারদের মধ্য থেকে ইভিএমভীতি দূর করা। এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল সাংবাদিকদের বলেন, নরসিংদী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে শতভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। ১২ই জানুয়ারি প্রশিক্ষণ দেয়া হবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ছহুল হোসাইন বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এরই মধ্যে ৯টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। এছাড়াও নির্বাচনের দুদিন আগে দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হবে। এসব ম্যাজিস্ট্রেট নরসিংদী জেলার বাইরে থেকে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মতো নরসিংদী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনেও প্রতিটি ভোটকেন্দ্রে ওয়েবক্যাম বসানো হবে। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় র্যাব ও পুলিশ সদস্যও মোতায়েন থাকবে। ইভিএম সম্পর্কে এখনও যারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য করে ছহুল হোসাইন বলেন, আধুনিক প্রযুক্তি সম্পর্কে যারা এখনও বিরোধিতা করছে তারা হয়তো ইভিএম-এ করা নির্বাচনগুলো দেখে নিজেদের ভুল বুঝতে পারবেন। উল্লেখ্য, নরসিংদীর উপ-নির্বাচনে ৩১টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ১৯৮টি। এর সবগুলোতেই ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৭ হাজার ৫৮১ জন। এর মধ্যে ৩৮ হাজার ২৬৫ জন পুরুষ এবং ৩৯ হাজার ৩১৬ জন নারী ভোটার। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারে ব্যাপক সাফল্য পাওয়ায় সামনে সব নির্বাচনে ইভিএম ব্যবহার করার পক্ষে অবস্থান নিয়েছে কমিশন। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৯টি ওয়ার্ডে সফলভাবে ইভিএম ব্যবহার করে কমিশন। আগামী ১৯শে জানুয়ারি হবে নরসিংদী পৌরসভার উপ-নির্বাচন। এ নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. আবদুল অদুদ। গত ১লা নভেম্বর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেনকে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এরপর গত ১৭ই নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় নরসিংদী পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
No comments