জন্মদিনে বিজ্ঞাপনের মডেল হলেন
স্টাফ রিপোর্টার: অভিনয়, গান এবং উপস্থাপনায় দ্যুতি ছড়ানোর পর এবার বিজ্ঞাপনের মডেল হলেন গ্ল্যামারাস আঁখি আলমগীর। তিব্বত টুথপেস্টের নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে অচিরেই পর্দায় আসছেন তিনি। গতকাল আঁখি শুটিং করলেন এ বিজ্ঞাপনের। গতকাল ছিল তার শুভ জন্মদিন। দিনটিকে এতোদিন পারিবারিকভাবে উদযাপন করলেও এবার সেটা জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালনের প্রস্তুতি ছিল আঁখির। সেই পরিকল্পনা নিয়ে স্টেজকেন্দ্রিক অফুরন্ত ব্যস্ততার মাঝেও জন্মদিনের উপহার হিসেবে ডিসেম্বরেই তৈরি করেছেন নিজের একটি অপ্রকাশিত গানের মিউজিক ভিডিও। গানটিতে আঁখির সঙ্গে প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়ে কাজ করেছেন চিত্রনায়ক ফেরদৌস। শওকত আলী ইমনের কথা-সুর-সংগীতে ‘ডুবা ডুবা নাচের তালে মন ডুবা’ শীর্ষক এ গানটি নির্মাণ করেছেন সুমন। সমপ্রতি এর শুটিং হয়েছে এফডিসিতে নির্মিত ব্যয়বহুল সেটে। আঁখি বলেন, আমার জীবনেও এতো ব্যয়বহুল মিউজিক ভিডিও করিনি। করার আগ্রহও পাইনি। যা হয়েছে সেটা অ্যালবাম প্রকাশের পর প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা টিভি চ্যানেলের উদ্যোগে হয়েছে। তবে এবার আমি ওসব দিক থেকে আশা করিনি। নতুন অ্যালবাম প্রকাশের আগেই নিজ উদ্যোগে গানটির ব্যয়বহুল ভিডিও করেছি। আঁখি আরও বলেন, এখন সময় বদলেছে। অ্যালবাম প্রচারের ধরনও পাল্টেছে। তাই আমি নতুন অ্যালবাম প্রকাশের আগেই এ গানটির ভিডিও দিয়ে সবার নজর কাড়তে চাই। আর সেটি উপহার দিতে চেয়েছিলাম গতকাল জন্মদিনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। না, আঁখির সে পরিকল্পনার বাস্তবায়ন ঘটেনি। জমকালো আয়োজনে পালিত হয়নি জন্মদিনের পার্টি। এ নিয়ে অবশ্য খুব একটা আফসোস নেই আঁখির কণ্ঠে। তিনি বলেন, গতকাল পারিনি তো কি হয়েছে! এ সপ্তাহের মধ্যেই জন্মদিনের পার্টি এরেঞ্জ করবো। আনন্দ করবো, খাবো আর সবাইকে মিউজিক ভিডিওটি দেখাবো। একই সঙ্গে বিভিন্ন টিভি চ্যানেল এবং এফএম রেডিওতেও গানটি একযোগে সমপ্রচারের উদ্যোগ নেবো। চিত্রনায়ক ফেরদৌসকে সঙ্গে নিয়ে তৈরি মিউজিক ভিডিওর চমক আপাতত অপ্রকাশিত থাকলেও জন্মদিনে আঁখির গ্ল্যামারাস ক্যারিয়ারে যোগ হয়েছে বিজ্ঞাপনের মডেল হওয়ার সুখের পালকটি। প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। মূলত এ কারণেই জন্মদিনের উৎসব এবং ভিডিও প্রকাশনা পিছিয়ে গেল। গতকাল দিনভর আঁখি শুটিং করেছেন তিব্বত পেস্ট-এর একটি নতুন বিজ্ঞাপনচিত্রের। আদনান আল রাজীবের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। প্রথম বিজ্ঞাপনের মডেল হওয়া প্রসঙ্গে আঁখি বলেন, এক জীবনে নাটক-সিনেমা-বিজ্ঞাপনের কম অফার পাইনি। প্রতিনিয়ত পাচ্ছি এখনও। তবে সেসব দিকে নজর রাখিনি, গানটাকে শতভাগ ভালবাসতে গিয়ে। তাছাড়া পছন্দসই কাজ না হলে খামোখা করবো কেন? তাই এতদিন করা হয়নি। তবে এবারের অফারটি মনে ধরেছে। তার ওপরে শুটিং হচ্ছে জন্মদিনে। সব মিলিয়ে এ বিজ্ঞাপনটিকে আমি জন্মদিনের উপহার হিসেবেই গ্রহণ করলাম। আশা করছি ভাল কিছু হবে। জানা যায়, বিজ্ঞাপনচিত্রে সংগীতশিল্পী আঁখি আলমগীর হিসেবেই হাজির হচ্ছেন তিনি। তবে চমক ফাঁস হয়ে যাবে ভেবে এর বেশি কিছু এখনই জানাতে রাজি নন আঁখি। বলেছেন, এটা জন্মদিনের আরেকটি চমক হিসেবেই জমা থাকলো। সব জানাবো খুব শিগগিরই। এদিকে গতকাল আঁখি ঠিক কত বছরে পা রেখেছেন এমন প্রশ্নের জবাবে রাখঢাক না করে ঝটপট জবাব দেন এভাবে, ‘আমাকে একদিন এক ভদ্রলোক খুব সিরিয়াসলি জিজ্ঞাসা করলেন, আপা আপনার বয়স আসলে কতো? তখন আমি বললাম, আমাকে দেখে কি অনুমান হয়? তিনি বললেন, মনে তো হয় ২১-২২। কিন্তু আপনার বয়স তো আরও বেশি হওয়ার কথা। তখন আমিও হেসে বলি, অতোশত হিসাব কষে লাভ নেই। দেখে যা মনে হয় সেটাই আমার আসল বয়স! কারণ, কাগজে কলমে বয়স আমার হাজার বারো হতে পারে। কিন্তু মনের বয়স তো মাত্র ১৮-২০!’
No comments