হ্যাটট্রিকে ম্যানইউ রি-ইউনিয়ন প্রস্তুতি রোনালদোর
একেবারে মোক্ষম সময়েই জ্বলে উঠলেন
ক্রিশ্চিয়ানো রোনালদো। চরম বাজে সময় পেছনে ফেলে এসেছেন। করলেন অসাধারণ
হ্যাটট্রিক। ফলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।
শনিবার
রোনালদোর তিন গোলে হোম ভেনু সান্তিয়াগো বার্নাবুতে লা লিগার ম্যাচে রিয়াল
মাদ্রিদ ৪-১ গোলে জিতল আন্দালুসিয়ার দল সেভিয়ার বিপক্ষে। দুর্দান্ত ওই
জয়ে দল শিরোপা রেসে না ফিরলেও তৃপ্তির ঢেঁকুর তুলে ঘরে ফিরলেন রিয়াল
সমর্থকেরা! আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে
ম্যানইউর মুখোমুখি হওয়ার আগে রোনালদোর ফর্মে ফেরা ছিল রিয়ালভক্তদের
একমাত্র কামনা। ভক্তদের ওই আশা তিনি শতভাগ পূরণ করলেন úেন ক্যারিয়ারের
২০তম হ্যাটট্রিকে।
লা লিগায় এর আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নেরা রোনালদোর আত্মঘাতী গোলে হেরে যায় গ্রানাডার কাছে। পরে গত বুধবার পর্তুগালের জার্সি গায়ে প্রীতিম্যাচে আরেকটি হারের যাতনায় সিক্ত হন তিনি। ফলে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার ফর্মে প্রত্যাবর্তন দেখার অপেক্ষা করছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। আস্থার সাথেই ওই প্রত্যাশা পূরণ করলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রোনালনদো। তার ক্যারিয়ারের উত্থানের ভিত্তিমূল হিসেবে পরিচিত সাবেক দল ম্যানইউর মোকাবেলায় মাঠে নামার আগে তিন গোলে প্রস্তুতি সারলেন তিনি। ফলে অবারিত আত্মবিশ্বাস ফিরল মরিনহোর ড্রেসিং রুমে। তবে এই দিনও মাঠে শৃঙ্খলা দেখাতে পারল না তার শিষ্যরা? ৬৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েন। অবশ্য, শেষ ১০ মিনিট সেভিয়া খেলল একজন কম নিয়ে ডিফেন্ডার মাদুরো লাল কার্ড পাওয়ায়। ২৩ ম্যাচে রিয়ালের সংগ্রহ দাঁড়াল ৪৬ পয়েন্টে। এক ম্যাচ কম খেলে চ্যাম্পিয়নদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা পুনরুদ্ধার রেসে বেশখানিকটা এগিয়ে গেছে বার্সেলোনা।
বার্নাবুতে শুরু থকেই একচেটিয়া খেলল রিয়াল মাদ্রিদ। ১৮ মিনিটে রোনালদোর বাড়ানো বলে লা লিগা ক্যারিয়ারের ৫০তম গোল করে দলকে ১-০তে এগিয়ে নিলেন বেনজামা। ৭ মিনিট ম্যাচে রোনালদোর প্রথম গোল। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২-০তে এগিয়ে বিরতিতে গেল স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাজিক দেখালেন রোনালদো। তীব্র গতির হেডে ৩-০তে এগিয়ে নিলেন রিয়ালকে। ১২ মিনিট পর হ্যাটট্রিকও পেলেন তিনি। কাউন্টার অ্যাটাকে হিগুয়েনের সাথে ওয়ান-টু-ওয়ান খেলে করলেন ম্যাচে নিজের তৃতীয় গোল। যেটাতে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার রেসেও মেসির সাথে ব্যবধান কমিয়ে নিলেন। রোনালদোর নামের পাশে এখন শোভাবর্ধন করছে ২৪ গোল। ৩৪ গোল নিয়ে শীর্ষে বার্সা সুপারস্টার মেসি। ইন্টারনেট।
লা লিগায় এর আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নেরা রোনালদোর আত্মঘাতী গোলে হেরে যায় গ্রানাডার কাছে। পরে গত বুধবার পর্তুগালের জার্সি গায়ে প্রীতিম্যাচে আরেকটি হারের যাতনায় সিক্ত হন তিনি। ফলে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার ফর্মে প্রত্যাবর্তন দেখার অপেক্ষা করছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। আস্থার সাথেই ওই প্রত্যাশা পূরণ করলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রোনালনদো। তার ক্যারিয়ারের উত্থানের ভিত্তিমূল হিসেবে পরিচিত সাবেক দল ম্যানইউর মোকাবেলায় মাঠে নামার আগে তিন গোলে প্রস্তুতি সারলেন তিনি। ফলে অবারিত আত্মবিশ্বাস ফিরল মরিনহোর ড্রেসিং রুমে। তবে এই দিনও মাঠে শৃঙ্খলা দেখাতে পারল না তার শিষ্যরা? ৬৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েন। অবশ্য, শেষ ১০ মিনিট সেভিয়া খেলল একজন কম নিয়ে ডিফেন্ডার মাদুরো লাল কার্ড পাওয়ায়। ২৩ ম্যাচে রিয়ালের সংগ্রহ দাঁড়াল ৪৬ পয়েন্টে। এক ম্যাচ কম খেলে চ্যাম্পিয়নদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা পুনরুদ্ধার রেসে বেশখানিকটা এগিয়ে গেছে বার্সেলোনা।
বার্নাবুতে শুরু থকেই একচেটিয়া খেলল রিয়াল মাদ্রিদ। ১৮ মিনিটে রোনালদোর বাড়ানো বলে লা লিগা ক্যারিয়ারের ৫০তম গোল করে দলকে ১-০তে এগিয়ে নিলেন বেনজামা। ৭ মিনিট ম্যাচে রোনালদোর প্রথম গোল। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২-০তে এগিয়ে বিরতিতে গেল স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাজিক দেখালেন রোনালদো। তীব্র গতির হেডে ৩-০তে এগিয়ে নিলেন রিয়ালকে। ১২ মিনিট পর হ্যাটট্রিকও পেলেন তিনি। কাউন্টার অ্যাটাকে হিগুয়েনের সাথে ওয়ান-টু-ওয়ান খেলে করলেন ম্যাচে নিজের তৃতীয় গোল। যেটাতে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার রেসেও মেসির সাথে ব্যবধান কমিয়ে নিলেন। রোনালদোর নামের পাশে এখন শোভাবর্ধন করছে ২৪ গোল। ৩৪ গোল নিয়ে শীর্ষে বার্সা সুপারস্টার মেসি। ইন্টারনেট।
No comments