গম্ভীর বাদ, ফিরলেন হরভজন
ঘরের মাঠে চার টেস্টের সিরিজের প্রথম দুই
ম্যাচের জন্য আজ রোববার দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা। দলে রাখা
হয়নি ফর্ম-খরায় থাকা উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীরকে। তাঁর জায়গায়
সুযোগ পেয়েছেন শেখর ধাওয়ান।
নির্বাচকেরা দলে ফিরিয়ে
এনেছেন হরভজন সিংকে। গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের পর
বাদ পড়েছিলেন ৩২ বছর বয়সী এই স্পিনার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে
ভাজ্জির ফেরাটা প্রত্যাশিতই ছিল। কারণ, অসিদের বিপক্ষে তাঁর রেকর্ড বেশ
উজ্জ্বল। ঘোষিত ১৫ সদস্যের দলে চমক বলতে শুধু গম্ভীরের বাদ পড়া।
গম্ভীরের মতো অবশ্য বাদ পড়ার মতো অবস্থায় ছিলেন বীরেন্দর শেবাগও। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্টই হতাশাজনক। তবে মুরালি বিজয় ও শেখর ধাওয়ানের সঙ্গে শেবাগকেও রেখেছেন নির্বাচকেরা।
ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, মুরালি বিজয়, শেখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, আজিনকা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, হরভজন সিং, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও অশোক ডিন্ডা। সূত্র: পিটিআই।
গম্ভীরের মতো অবশ্য বাদ পড়ার মতো অবস্থায় ছিলেন বীরেন্দর শেবাগও। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্টই হতাশাজনক। তবে মুরালি বিজয় ও শেখর ধাওয়ানের সঙ্গে শেবাগকেও রেখেছেন নির্বাচকেরা।
ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, মুরালি বিজয়, শেখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, আজিনকা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, হরভজন সিং, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও অশোক ডিন্ডা। সূত্র: পিটিআই।
No comments