জারদারির মামলা চালাবে না সুইস কর্তৃপক্ষ
সুইস কর্তৃপক্ষ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মামলাটি চালাতে আর
আগ্রহী নয় বলে জানিয়েছে। আইনগতভাবেই মামলাটি আর পরিচালনা করা সম্ভব হচ্ছে
না বলে পাকিস্তান সরকারকে জানিয়েছে মামলা পরিচালনাকারীরা।
সুইস
অ্যাটর্নি জেনারেল তিন মাস আগে পাকিস্তান সরকারের পাঠানো এক চিঠির জবাবে
পাকিস্তানের আইন মন্ত্রণালয়কে জানিয়েছে সুইস আইন অনুসারেই মামলা
পরিচালনার সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে।
১৯৯৪ সালে একটি সুইস কোম্পানির সাথে প্রি-শিপমেন্ট চুক্তিতে জারদারির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে এবং ৬০ মিলিয়ন ডলারের মামলা হয়। গত বছরের অক্টোবরে পাকিস্তানে মামলার শুনানি হয় এবং নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সুইস সরকারকে চিঠি দিয়ে জারদারির বিরুদ্ধে মামলার কার্যক্রম পুনরায় শুরু করতে বলে পাকিস্তান সরকার।
কিন্তু এখন সুইস আইন অনুসারেই মামলাটি আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আর এর মধ্য দিয়েই দশক কালের পুরনো মামলাটি জারদারির পক্ষে শেষ হলো।
১৯৯৪ সালে একটি সুইস কোম্পানির সাথে প্রি-শিপমেন্ট চুক্তিতে জারদারির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে এবং ৬০ মিলিয়ন ডলারের মামলা হয়। গত বছরের অক্টোবরে পাকিস্তানে মামলার শুনানি হয় এবং নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সুইস সরকারকে চিঠি দিয়ে জারদারির বিরুদ্ধে মামলার কার্যক্রম পুনরায় শুরু করতে বলে পাকিস্তান সরকার।
কিন্তু এখন সুইস আইন অনুসারেই মামলাটি আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আর এর মধ্য দিয়েই দশক কালের পুরনো মামলাটি জারদারির পক্ষে শেষ হলো।
No comments