কুড়িগ্রামে নিয়োগের দাবিতে বেসরকারি প্যানেলভুক্ত শিক্ষকদের মানববন্ধন
বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষমাণ
প্যানেলভুক্ত শিক্ষকেরা গতকাল রোববার কুড়িগ্রাম শহরে বিক্ষোভ মিছিল ও
মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কলেজ মোড়ের সাধারণ পাঠাগার থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেস কাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১১ সালে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে কুড়িগ্রাম জেলায় এক হাজার ৪২জন প্রার্থীকে চূড়ান্ত করে নিয়োগের জন্য প্যানেল করা হয়। এর মধ্য থেকে মাত্র ২০০ জনকে নিয়োগ দেয়া হয়। ইতোমধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করায় বাকি ৮৪২ জনের নিয়োগপ্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আন্দোলনকারীরা মানবিক কারণে অবিলম্বে প্যানেলভুক্তদের নিয়োগ দেয়ার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর উপজেলার আনিছুর রহমান, চিলমারীর আল মামুন, উলিপুরের মিজানুর রহমান, নাগেশ্বরীর হাসান আলী, ফুলবাড়ীর এনামুল হক, রাজারহাটের সোহরাব হোসেন, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১১ সালে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে কুড়িগ্রাম জেলায় এক হাজার ৪২জন প্রার্থীকে চূড়ান্ত করে নিয়োগের জন্য প্যানেল করা হয়। এর মধ্য থেকে মাত্র ২০০ জনকে নিয়োগ দেয়া হয়। ইতোমধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করায় বাকি ৮৪২ জনের নিয়োগপ্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আন্দোলনকারীরা মানবিক কারণে অবিলম্বে প্যানেলভুক্তদের নিয়োগ দেয়ার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর উপজেলার আনিছুর রহমান, চিলমারীর আল মামুন, উলিপুরের মিজানুর রহমান, নাগেশ্বরীর হাসান আলী, ফুলবাড়ীর এনামুল হক, রাজারহাটের সোহরাব হোসেন, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
No comments