বিদ্যার একগুঁয়েমি!
নিজের গাড়ির জানালার কাচে গাঢ় কালচে
রঙের আবরণ ব্যবহার করায় বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানকে বেশ কয়েকবারই
জরিমানা গুনতে হয়েছে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কাছে।
তারপরও আইনের তোয়াক্কা না করে গাড়ির জানালা থেকে গাঢ় রঙের এ আবরণ ওঠাতে অস্বীকৃতি জানিয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’খ্যাত এ তারকা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েক মাসে বেশ কয়েকবারই বিদ্যাকে সতর্ক করে দিয়েছে মুম্বাই ট্রাফিক পুলিশ। তাঁকে গাড়ির জানালা থেকে রঙের আবরণ উঠিয়ে ফেলতে বলা হয়েছে। অন্যথায় জরিমানা দিতে বলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বারবার জরিমানা দেওয়ার পথকেই বেছে নিয়েছেন বিদ্যা।
মূলত দুটি কারণে বিদ্যা তাঁর সিদ্ধান্তে অটল আছেন। প্রথমত, পথে চলার সময় তিনি অযথা কারও নজরে পড়তে চান না। দ্বিতীয়ত, তিনি সূর্যের তীব্র আলো একদমই সহ্য করতে পারেন না।
প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে গাড়ির কাচে কালো আবরণ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। গত অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা না মানার শাস্তি হিসেবে ১০০ রুপি জরিমানা আদায় করছে ট্রাফিক পুলিশ।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েক মাসে বেশ কয়েকবারই বিদ্যাকে সতর্ক করে দিয়েছে মুম্বাই ট্রাফিক পুলিশ। তাঁকে গাড়ির জানালা থেকে রঙের আবরণ উঠিয়ে ফেলতে বলা হয়েছে। অন্যথায় জরিমানা দিতে বলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বারবার জরিমানা দেওয়ার পথকেই বেছে নিয়েছেন বিদ্যা।
মূলত দুটি কারণে বিদ্যা তাঁর সিদ্ধান্তে অটল আছেন। প্রথমত, পথে চলার সময় তিনি অযথা কারও নজরে পড়তে চান না। দ্বিতীয়ত, তিনি সূর্যের তীব্র আলো একদমই সহ্য করতে পারেন না।
প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে গাড়ির কাচে কালো আবরণ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। গত অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা না মানার শাস্তি হিসেবে ১০০ রুপি জরিমানা আদায় করছে ট্রাফিক পুলিশ।
No comments