শিল্পকলায় শেষ হলো পাপেট শো
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের
ব্যবস্থাপনায় একাডেমীর জাতীয়সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শেষ
হলো পাপেট শো।
দুই
দিনব্যাপী এ পাপেট শো শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি। প্রতিদিন বিকেল ৫টায়
মুস্তাফা মনোয়ারের পরিকল্পনা ও পরিচালনায় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের
পরিবেশনায় দুই দিনব্যাপী পাপেট থিয়েটার প্রদর্শনীর আয়োজিত এ
প্রদর্শনীটি শিশুসহ অভিভাবকদের জন্য ছিল উন্মুক্ত। এ ছাড়াও গতকাল সন্ধ্যা
৬টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় নাট্যশালা মূল হলে বাংলাদেশ শিল্পকলা
একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় শাহমান
মৈশানের রচনায় এবং লাকী ইনামের নির্দেশনায় একাডেমীর জাতীয় নাট্যশালা
রেপার্টরি প্রযোজনা বিদেহ মঞ্চস্থ হয়।
No comments