কুড়িগ্রাম-৪ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ
কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনকে আগের মতো বহাল রাখার দাবিতে চিলমারীর সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
চিলমারী
উপজেলার থানাহাট, রমনা, রানীগঞ্জ ও চিলমারী ইউনিয়ন কুড়িগ্রাম-৩ আসন
উলিপুরের সাথে একীভূত এবং নয়ারহাট ও অষ্টমীরচর এবং উলিপুরের সাহেবের আলগা
ইউনিয়ন নিয়ে রৌমারী ও রাজিবপুর উপজেলার সমন্বয়ে কুড়িগ্রাম-৪ আসন করার
সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে গোটা চিলমারী উপজেলা
আন্দোলনমুখর হয়ে উঠেছে। কর্মসূচি হিসেবে দেয়াললিখন ও পোস্টারিং করে তীব্র
প্রতিবাদ জানানো হচ্ছে। গতকাল সন্ধায় চিলমারী উপজেলার সর্বস্তরের
জনসাধারণকে নিয়ে জাপা নেতা অধ্যাপক রুকুনুজ্জামান শাহীনের উদ্যোগে একটি
বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার এলএসডি মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত
হয়। পথসভায় জাপা নেতা অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন, মামুনুর রশিদ, আবু
আবদুল্লাহ সিদ্দিক শুভ, আবু হানিফা রঞ্জু, রোকনুজ্জামান স্বপন প্রমুখ
বক্তব্য রাখেন।
বক্তারা কুড়িগ্রাম-৪ আসনকে আগের মতো চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলাকে এক আসনে অন্তর্ভুক্ত রাখার দাবি জানান। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন। পরে চলমান আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে অধ্যাপক মো: রুকুনুজ্জামান শাহীনকে প্রধান সমন্বয়ক এবং মামুনুর রশিদ ও আবু আবদুল্লাহ সিদ্দিক শুভকে যুগ্ম সমন্বয়ক করে একটি উপজেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি ইউনিয়নপর্যায়েও সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
বক্তারা কুড়িগ্রাম-৪ আসনকে আগের মতো চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলাকে এক আসনে অন্তর্ভুক্ত রাখার দাবি জানান। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন। পরে চলমান আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে অধ্যাপক মো: রুকুনুজ্জামান শাহীনকে প্রধান সমন্বয়ক এবং মামুনুর রশিদ ও আবু আবদুল্লাহ সিদ্দিক শুভকে যুগ্ম সমন্বয়ক করে একটি উপজেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি ইউনিয়নপর্যায়েও সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
No comments