তানি শিরোপার দ্বারপ্রান্তে
১৩তম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা
প্রতিযোগিতার শিরোপাপ্রত্যাশীদের নাম ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এ গ্রুপে
(ষষ্ঠ-১০ম শ্রেণী) ভারতের শুভ্রদীপ্ত দাস, বি গ্রুপে (প্লে-পঞ্চম) জেমকন
গ্রুপের ফাহাদ রহমান ও সি গ্রুপে (সব ছাত্রী),
মতিঝিল
সেন্ট্রাল সরকারি বালিকা বিদ্যালয়ের তানিয়া আক্তার তানির চ্যাম্পিয়ন
হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ভারত থেকে আসা শুভ্রদীপ্ত এসেই জিজ্ঞেস
করেছিল প্রতিযোগিতার রেটিংধারী ক’জন। উত্তরে জেনেছে মাত্র তিনজন। তখনই
মুচকি হেসে বলেছিল, তাহলে তো চ্যাম্পিয়ন হয়েই দেশে যাবো। এ দিকে ফাহাদ
রহমানের তো প্রথম থেকেই আফসোস আমার গ্রুপে কোনো বিদেশী প্রতিদ্বন্দ্বী নেই।
কার সাথে খেলব। তানিয়া আক্তার তানি যা-ও একটু ভেবেছিল নেপালের অঞ্জনা বোধ
হয় প্রতিদ্বন্দ্বী হবে। কিন্তু রেস থেকে সে ছিটকে পড়েছে। এ জন্যই
শুভ্রদীপ্ত, ফাহাদ ও তানিই সেরার তালিকায় থাকবে। গতকাল পঞ্চম রাউন্ডে
তিনজনই শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় সারিতে আছেন এ গ্রুপে চট্টগ্রাম
কলেজিয়েট স্কুলের সাকিব জাওয়াদ, সরকারি বিজ্ঞান স্কুলের রাফসান বিন ওমন ও
নেপালের রাজ প্রজাপতি। বি গ্রুপে মতিঝিল আইডিয়েলের মাহমুদ শরীফ মৌল ও সি
গ্রুপে জান্নাতুল ফেরদৌস, শ্রাবণী, তাসমিন, মালিহা ও তিয়াসা ঠাকুর।
No comments