ছাত্রলীগের পিটুনিতে লাকি হাসপাতালে
শাহবাগের গণজাগরণ মঞ্চের সেøাগান কন্যা লাকি আক্তার গত রাতে ছাত্রলীগ কর্মীদের হাতে নিগৃহীত হয়েছেন বলে জানা গেছে।
তাকে
বারডেম হাসপাতালে ভর্তি করে রাতেই চিকিৎসা দেয়া হয়। তিনি হাত ও পায়ে
আঘাতপ্রাপ্ত হয়েছেন। জানা গেছে, গত রাত ১০টায় আওয়ামী লীগের সিনিয়র নেতা
তোফায়েল আহমেদ গণজাগরণ মঞ্চে সংহতি প্রকাশের জন্য যান। তিনি সংহতি
প্রকাশের আগে লাকি আক্তার ‘এখানে কোনো রাজনৈতিক নেতার বক্তৃতা দেয়া চলবে
না বলে মন্তব্য করেন। তিনি আরো দু-একটি বিরূপ মন্তব্য করেন। এরপর তোফায়েল
আহমেদ বক্তৃতা দিয়ে চলে যাওয়ার পর ছাত্রলীগের কর্মীরা লাকির ওপর চড়াও
হয়। তাকে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। এতে তার পায়ে মারত্মক জখম হয়।
তাকে দ্রুত বারডেম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ছাত্র ইউনিয়নের
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় পিন্টু একটি অন লাইন বার্তা
সংস্থাকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। রাত পৌনে ১২ এই রিপোর্ট লেখার সময়
লাকিকে একটি স্টিট্রেচারে করে হাসপাতাল থেকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে।
তখন তিনি বলেন, কে বা কারা আমার মাথায় বাড়ি দিয়েছিল। তাকে খুঁজে বের করা
হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। এরপর তাকে
আবার বারডেম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। অবশ্য এর আগে বামপন্থী তরুণ
নেতা রুহিন হোসেন প্রিন্স রাতে সাংবাদিকদের জানিয়েছিলেন, পাঁচ দিন একটানা
সেøাগান দিতে দিতে লাকি অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে হাসপাতালে চিকিৎসা
দেয়া হচ্ছে।
No comments