যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বরফ সরানো শুরু
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বরফ সরানোর কাজ শুরু হয়েছে।
এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কানাডা সীমান্তের হ্রদাঞ্চল থেকে পূর্বে
আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত এলাকা তিন ফুটেরও (৯০ সেন্টিমিটার) বেশি
তুষারে ঢাকা পড়ে।
ফলে
পথঘাট তুষারে ঢাকা পড়ে চলাচলের অনুপযোগী হওয়ার মানুষজন অবরুদ্ধ হয়ে
পড়ে। এ কারণে অন্তত সাতজনের প্রাণহানি ঘটে। নিউ ইয়র্ক এলাকার
লাগার্ডিয়া, জন এফ কেনেডি ও নিউআর্ক বিমানবন্দরে তুষারঝড়ের কারণে
শুক্রবার সব ফাইট বন্ধ রাখা হয়। শনিবার বিমান চলাচল আবার শুরু হয়।
তুষারঝড়ের কারণে দুর্গত এলাকায় শনিবার প্রায় দুই হাজার ২০০টি ফাইট বাতিল
করা হয়। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর ও কনেকটিকাটের ব্রাডলি
আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ দিকে বোস্টনের লোগান বিমানবন্দর পুরোটাই পুরু বরফে ঢেকে যায়। ফলে সেখানে বরফ সরানোর কার্যক্রম বিলম্বিত হয়। তবে কর্তৃপ শনিবার সন্ধ্যা নাগাদ বিমান চলাচল আংশিক শুরুর ঘোষণা দেয়। আমটার্ক বলেছে, তুষারঝড়ের কারণে নিউ ইয়র্ক ও বোস্টনের রেলযোগাযোগ রোববার পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওয়াশিংটনের সাথে স্বাভাবিক রেলযোগাযোগ আবার শুরু করা হচ্ছে। তুষারঝড়ে ০.৬ মিটার বরফে ঢেকে যাওয়া ম্যাসাচুসেটস রাজ্যে গাড়ি চালানোর ওপর জারিকৃত নিষেধাজ্ঞা শনিবার সন্ধ্যায় তুলে নেয়া হয়।
এ দিকে বোস্টনের লোগান বিমানবন্দর পুরোটাই পুরু বরফে ঢেকে যায়। ফলে সেখানে বরফ সরানোর কার্যক্রম বিলম্বিত হয়। তবে কর্তৃপ শনিবার সন্ধ্যা নাগাদ বিমান চলাচল আংশিক শুরুর ঘোষণা দেয়। আমটার্ক বলেছে, তুষারঝড়ের কারণে নিউ ইয়র্ক ও বোস্টনের রেলযোগাযোগ রোববার পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওয়াশিংটনের সাথে স্বাভাবিক রেলযোগাযোগ আবার শুরু করা হচ্ছে। তুষারঝড়ে ০.৬ মিটার বরফে ঢেকে যাওয়া ম্যাসাচুসেটস রাজ্যে গাড়ি চালানোর ওপর জারিকৃত নিষেধাজ্ঞা শনিবার সন্ধ্যায় তুলে নেয়া হয়।
No comments