নলছিটি ও কালীগঞ্জে জামায়াতের ৩ কর্মী গ্রেফতার
ঝালকাঠির নলছিটি ও লালমনিরহাটের
কালীগঞ্জ থেকে তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নলছিটি (ঝালকাঠি)
সংবাদদাতা জানান, নলছিটিতে জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত
শনিবার সকালে উপজেলার ডেবরা ও ভরৎকাঠি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
নলছিটি থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান জানান, ডেবরা গ্রামের বাবুল
মল্লিকের ছেলে আলিম মল্লিক ও ভরৎকাঠি গ্রামের মান্নান হাওলাদারের ছেলে
মঞ্জুর হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা জানান, কালীগঞ্জে গত শুক্রবার রাতে জামায়াত কর্মী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে উপজেলার ভুল্ল্যারহাট এলাকায় ১৮ দলীয় জোট নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি দক্ষিণ ভোটমারী গ্রামের নজরুল ইসলামকে রাতে গ্রেফতার করে পুলিশ।
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা জানান, কালীগঞ্জে গত শুক্রবার রাতে জামায়াত কর্মী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে উপজেলার ভুল্ল্যারহাট এলাকায় ১৮ দলীয় জোট নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি দক্ষিণ ভোটমারী গ্রামের নজরুল ইসলামকে রাতে গ্রেফতার করে পুলিশ।
No comments