মোশারফ করিম ও তিশার প্রথম সূর্যের গল্প by আলমগীর কবীর
ভালোবাসা দিবসের বিশেষ নাটক প্রথম সূর্যের গল্পের শুটিং শেষ হলো ঢাকার
বিভিন্ন লোকেশনে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। প্রধান দু’টি
চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম ও তিশা।
নাটকটির
কাহিনীতে দেখা যাবে ইতি ও অবাক দু’জনের পরিচয় ফেসবুকের মাধ্যমে। এক বছর
পর তারা দেখা করে। মেয়েটি ছেলেটির সম্পর্কে তেমন কিছুই জানে না। জানে শুধু
ছেলেটি কবিতা লিখে আর ম্যাজিকের মতো কথা বলে।
ইতি দেখা করতে এসে দেখে অবাক পরিবাগ রাস্তার ওপর পথশিশুদের পড়ায়… এবং অনেক সহজ-সরল সাধারণ একটা ছেলে। দু’জনের মধ্যে সুন্দর সম্পর্ক হয়। মজার ব্যাপার হলো দু’জন দু’জনকেই ভালোবাসে… কিন্তু বলতে পারে না। হঠাৎ এক দিন ইতি জানায় তার বিয়ে ঠিক হয়েছে। আকদের সময়টিও জানায়। অবাক কী করবে বুঝতে পারে না। ইতি জানায়, আকদ হলেও আকদের তিন দিন পর সে অবাকের সাথে দেখা করতে আসবে। তিন দিন পর ঠিকই দেখা করতে আসে ইতি, অবাকের ভালো লাগে।
কিছু দিন পর অবাক এক সময় হাসপাতালে এসে দেখে ইতি কোমায় শুয়ে আছে। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী।
নির্মাণসূত্রে জানা গেছে, নাটকটি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে।
ইতি দেখা করতে এসে দেখে অবাক পরিবাগ রাস্তার ওপর পথশিশুদের পড়ায়… এবং অনেক সহজ-সরল সাধারণ একটা ছেলে। দু’জনের মধ্যে সুন্দর সম্পর্ক হয়। মজার ব্যাপার হলো দু’জন দু’জনকেই ভালোবাসে… কিন্তু বলতে পারে না। হঠাৎ এক দিন ইতি জানায় তার বিয়ে ঠিক হয়েছে। আকদের সময়টিও জানায়। অবাক কী করবে বুঝতে পারে না। ইতি জানায়, আকদ হলেও আকদের তিন দিন পর সে অবাকের সাথে দেখা করতে আসবে। তিন দিন পর ঠিকই দেখা করতে আসে ইতি, অবাকের ভালো লাগে।
কিছু দিন পর অবাক এক সময় হাসপাতালে এসে দেখে ইতি কোমায় শুয়ে আছে। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী।
নির্মাণসূত্রে জানা গেছে, নাটকটি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে।
No comments