আফগানিস্তানে ন্যাটোর নতুন প্রধান ডানফোর্ড
আলজাজিরা আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেনের কাছ
থেকে নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল জোসেফ ডানফোর্ড।
যুক্তরাষ্ট্রের
প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব ন্যাটো
সৈন্য প্রত্যাহার করা হবে। সে অনুযায়ী ডানফোর্ডকেই আফগানিস্তানে শেষ
ন্যাটো প্রধান হিসেবে মনে করা হচ্ছে। গতকাল রোববার কাবুলে ইন্টারন্যাশনাল
সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের কমান্ড পরিবর্তন অনুষ্ঠানে ডানফোর্ড
বলেন, আজকের বিষয়টি নেতৃত্বের পরিবর্তন নয়, ধারাবাহিকতা মাত্র । মার্কিন
সমরাস্ত্র প্রত্যাহার শুরু এ দিকে আফগানিস্তান থেকে সামরিক সরঞ্জাম
প্রত্যাহার শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধান একটি সামরিক ঘাঁটি
থেকে সরঞ্জাম ভর্তি করে ইতোমধ্যে ২৫ কনটেইনার লরি পাকিস্তানের বন্দরনগরী
করাচির উদ্দেশে রওনা দিয়েছে। সেখান থেকে নৌজাহাজে করে যুক্তরাষ্ট্রে
ফিরিয়ে নেয়া হবে এসব সামরিক সরঞ্জামাদি।
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ২০১৩
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ২০১৩
No comments