তিন পার্বত্য জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল
তিন পার্বত্য জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র
পরিষদ। বান্দরবান থেকে বাঙালি যুবপরিষদের দুই নেতা অপহরণ ও খাগড়াছড়িতে এক
স্কুলছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা করেছে।
গত
৫ ফেব্রুয়ারি একদল সন্ত্রাসী বান্দরবানের বালাঘাটার হেডম্যানপাড়ার
খামারবাড়ি থেকে বাঙালি যুবপরিষদের দুই নেতা আব্দুল হামিদ ও মো: ইসমাইলকে
অপহরণ করে। অপহৃতদের উদ্ধারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় সংগঠনটি।
গত শনিবার তাদের এই আলটিমেটামের সময় শেষ হয়। গতকালও অপহৃতরা উদ্ধার না
হওয়ায় বাঙালি ছাত্রপরিষদ এই কর্মসূচি ঘোষণা করে। পরিষদের জেলা শাখার
সভাপতি কামরান ফারুক জানান, গত শনিবার আলটিমেটামের সময়সীমা পার হওয়ার পর
অপহৃতরা উদ্ধার না হওয়ায় সোমবার তিন পার্বত্য জেলায় হরতালের ডাক দেয়া
হয়েছে। এ কর্মসূচিতে সমঅধিকার আন্দোলন পরিষদ ও গণপরিষদ একাত্মতা প্রকাশ
করেছে।
এ দিকে হরতালের সমর্থনে গতকাল বিকেলে সংগঠনের নেতাকর্মীরা শহরে লিফলেট বিলি করেন। এর আগে সংগঠনটি বান্দরবান প্রেস কাবের সামনে মানববন্ধন করে।
এ দিকে হরতালের সমর্থনে গতকাল বিকেলে সংগঠনের নেতাকর্মীরা শহরে লিফলেট বিলি করেন। এর আগে সংগঠনটি বান্দরবান প্রেস কাবের সামনে মানববন্ধন করে।
No comments