আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের লাশ চট্টগ্রামে স্বজনদের কাছে হস্তান্তর
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইনে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে
সাতজনের লাশ চট্টগ্রামে এসেছে। গতকাল সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম শাহ
আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে এক ঘণ্টা পর সকাল
পৌনে ১০টার দিকে লাশগুলো তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেন প্রবাসীকল্যাণ
মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জানা গেছে, লাশগুলো পৌঁছার পর স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গত ৪ ফেব্রুয়ারি আমিরাতের
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ফটিকছড়ির পাঁচজনের মধ্যে চারজনের লাশ
গতকাল সকালে আরব আমিরাত কর্তৃপ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিহতদের
পরিবারকে বুঝিয়ে দেন। যাদের লাশ দেশে এসে পৌঁছেছে তারা হলেন মো: আরিফ, মো:
আলাউদ্দিন, মো: হারুন, সিরাজুল ইসলাম মজুমদার। অন্যজন কাঞ্চননগরের মো:
নুরুল আলমের লাশ ১৩ ফেব্র“য়ারি দেশে পৌঁছবে।
সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরে তাদের লাশ গ্রহণ করে চারটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় ফটিকছড়ি সদরের করোনেশন আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে বেলা ২টায় নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে আসে। জানাজা-পূর্ব এক সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। লাশগুলো তাদের নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। বিকেলে তাদের নিজ নিজ পারিবারিক গোরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরে তাদের লাশ গ্রহণ করে চারটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় ফটিকছড়ি সদরের করোনেশন আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে বেলা ২টায় নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে আসে। জানাজা-পূর্ব এক সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। লাশগুলো তাদের নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। বিকেলে তাদের নিজ নিজ পারিবারিক গোরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
No comments