এবার অপূর্ব-অহনা জুটি
অপূর্ব ও অহনা এক নাটকে এর আগে দু’টি নাটকে একসাথে কাজ করেছিলেন। নাটক
দু’টি হচ্ছে ফেরদৌস হাসান রানার পরিচালনায় বন্ধু আমার ও শাহজাদা মামুনের
পরিচালনায় বিবর্তন।
এ দু’টি নাটকে অপূর্বের সাথে অহনা কাজ
করলেও তারা দু’জন জুটি হিসেবে অভিনয় করেননি। এবারই প্রথম অপূর্ব ও অহনা
জুটি বেঁধে ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় মানুষ নাটকে অভিনয়
করেছেন। একুশে ফেব্র“য়ারির জন্য নির্মিত এ নাটকে আবারো ঢাকাইয়া চরিত্রে
অভিনয় করেছেন অপূর্ব। নাটকে একটি কোচিং সেন্টারের শিকিা অহনার প্রেমে
পড়েন অপূর্ব। তাকে প্রেম নিবেদন করতেই মূলত অহনার কাছেই শুদ্ধ ভাষা শিখতে
আগ্রহী হয়ে ওঠেন অপূর্ব। এগিয়ে যায় নাটকের গল্প। অপূর্ব বলেন, ‘আর আগেও
আমি ঢাকাইয়া চরিত্রে অভিনয় করেছি। অনেক চ্যালেঞ্জ নিয়ে অভিয়নয় করতে
হয়। সবচেয়ে বড় কথা হলো ধারাবাহিকভাবে বলে যাওয়া এবং অভিনয়ে মনোযোগ
থাকা এই দুটো কাজ একসাথে করা খুব কঠিন। কারণ সাধারণ ভাষাকে মাথায় নিয়ে তা
মনে মনে ঢাকাইয়া ভাষায় রূপান্তর করে এরপর অভিনয় করতে হয়। অহনার সাথে এ
কাজটি দর্শকের অনেক ভালোলাগবে।’ অহনা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সাথে এই প্রথম
করেছি। নাটকটির গল্প খুব চমৎকার।’ আগামী একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারের ল্েয নির্মিত
হয়েছে। গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটিতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন কে এস ফিরোজ, আল মনসুর, মুনিরা ইউসুফ মেমী প্রমুখ।
নাটকটিতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন কে এস ফিরোজ, আল মনসুর, মুনিরা ইউসুফ মেমী প্রমুখ।
No comments